Friday, December 19, 2025

‘মাঠ চেনা, প্লেয়ার পুরনো, ঝাণ্ডা নতুন’, মনোনয়ন জমার আগে স্বমহিমায় শুভেন্দু

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে ২৯৪ টি কেন্দ্রের মধ্যে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম(Nandigram)। এই কেন্দ্র থেকেই এবার প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও অন্যদিকে বিজেপির শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। শুক্রবার সেখানেই মনোনয়ন আগে তৃণমূলের বিরুদ্ধে এক দফা আক্রমণ শানাতে দেখা গেল শুভেন্দুকে। একই সঙ্গে নন্দীগ্রামে প্রার্থী হিসেবে শুভেন্দু বলেন, ‘মাঠ চেনা, প্লেয়ার পুরনো, ঝাণ্ডা নতুন।’

শুক্রবার হলদিয়া মনোনয়ন পেশের আগে মমতার ধাঁচেই একঝাঁক কর্মসূচি রেখেছেন শুভেন্দু অধিকারী। একের পর এক মন্দিরে পুজো দিয়ে রোড শো করে আজ মনোনয়ন পেশ করবেন শুভেন্দু। তার আগেই তৃণমূলের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন, ‘তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটিড কোম্পানিতে পরিণত হয়েছে। ওখানে দুজন ছাড়া কারও কোনও মর্যাদা নেই। তৃণমূলে বাকি সবাই ল্যাম্পপোস্ট।’ পাশাপাশি বাংলা পরিবর্তনের ডাক দিয়ে তিনি আরো বলেন, ‘বাংলায় জ্বলন্ত সমস্যা অর্থনৈতিক সমস্য। বাম আমলের সময়ের ঋণের বোঝা আরও বেড়েছে তৃণমূলের আমলে। বাংলায় ২ কোটি বেকার, কর্মসংস্থান কই? বাংলায় ২ লক্ষ সরকারি শূন্যপদ অবলুপ্ত। শুধু চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করা হচ্ছে। বাংলায় কৃষকদের অবস্থা ভয়াবহ। কিষাণ নিধি প্রকল্প বাংলায় চালু করতে দেননি মুখ্যমন্ত্রী।’

আরও পড়ুন:নন্দীগ্রাম-কাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগ তুলে কমিশনে তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধি দল

উল্লেখ্য, নন্দীগ্রামে প্রার্থী হিসেবে আজ মনোনয়ন পেশের আগে শিবরাত্রি উপলক্ষে নন্দীগ্রামের সাতটি মন্দিরে পুজো দিয়েছেন। জানা গিয়েছে, আজ শুভেন্দুর রোড শোতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি ও মিঠুন চক্রবর্তী।

Advt

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...