Tuesday, August 26, 2025

মিটিং-মিছিল বা জনসভা নয়। এবার সরাসরি লোকাল ট্রেনে উঠে ভোটের প্রচার শুরু করলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ রামদাস। নিত্যযাত্রীদের কাছে হাতজোড় করে সকলকে বললেন, “আমি ক্যানিংয়ের ছেলে। তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে দাঁড়িয়েছি। আপনাদের সার্বিকভাবে সাহায্য করার চেষ্টা করব” । প্রচারে বেড়িয়ে তিনি সমবয়সীদের সঙ্গে হাত মেলান। পাশাপাশি গুরুজনদের প্রণাম করে ভোট প্রার্থনাও করেন।

শুক্রবার সকাল সকাল শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং প্ল্যাটফর্মের হকার থেকে শুরু করে নিত্য যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। সেইসঙ্গে স্টেশনের মন্দিরে প্রণামও করেন। এরপর ক্যানিং প্লাটফর্ম থেকে তিনি আপ শিয়ালদহ ক্যানিং লোকাল ট্রেনে ওঠে। ট্রেনের মধ্যে রেল যাত্রীদের সঙ্গে তৃণমূলের প্রার্থী পরেশ রামদাস কথা বলেন এবং ভোট দেওয়ার জন্য আবেদন জানান তাঁদের। ট্রেনটি তালদি স্টেশনে দাঁড়ালে সেখানেই নেমে যায় ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ রামদাস। এরপর তিনি ক্যানিং বন্ধুমহল প্রাঙ্গণে একটি তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন। ট্রেনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) ক্যালেন্ডার কার্ড বিতরণ করেন তিনি। বাড়ি বাড়ি না গিয়ে ট্রেনে প্রচার কেন? এর উত্তরে তৃণমূল প্রার্থী পরেশ রামদাস বলেন, “মানুষ জীবিকার তাগিদে সকাল সকাল কলকাতার উদ্দেশে বেরিয়ে পড়েন। এর ফলে বাড়িতে গিয়েও তাঁদের সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হচ্ছে না। আর তাই তাঁদের সাক্ষাৎ পেতেই লোকাল ট্রেনে ভোট প্রচারের সিদ্ধান্ত।”

আগামী ৬ এপ্রিল রাজ্যের তৃতীয় দফায় এই বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ। এবারের নির্বাচনে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নতুন মুখ তৃণমূলের প্রার্থী পরেশ রাম দাস। নির্বাচনে জিততে মরিয়া তার দল। তাই কোমড় বেঁধে লেগে পড়েছেন ময়দানে।

 

Related articles

নর্তকী থেকে প্রৌঢ়া, একদিনে তিন ‘মৃত্যু’ আনন্দপুরে

একইদিনে তিন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আনন্দপুর থানা এলাকায়। তিনটি দেহের পরস্পরের সঙ্গে সম্পর্ক নেই বলেই প্রাথমিকভাবে পুলিশের...

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...
Exit mobile version