Saturday, January 17, 2026

ভোটে লড়তেই চাইছেন না মিঠুন,চেষ্টা চালাচ্ছেন বিজয়বর্গীয়, বিভ্রান্ত গেরুয়া শিবির

Date:

Share post:

ভোট দোরগড়ায়৷ রাজ্যজুড়ে জল্পনা, পদ্ম-প্রতীকে কি ভোটে লড়বেন মিঠুন চক্রবর্তী?

মোদির ব্রিগেড-মঞ্চে সরাসরি বিজেপিতে (BJP) যোগ দেন মিঠুন (Mithun Chakrabarty) ৷ তারপর থেকেই চর্চা চলছে মিঠুন কি ভোটে লড়বেন? কলকাতার দুই কেন্দ্র, টালিগঞ্জ এবং শ্যামপুকুরের মধ্যে একটিতে তিনি প্রার্থী হচ্ছেন, এমন জল্পনাও চলছে৷ এসব প্রশ্নের জবাবে এখনও স্পষ্ট কিছু বলেননি মিঠুন৷ শুধুই বলছেন, “ওসব দল জানে, দল যা নির্দেশ দেবে, তাই-ই করবো”৷ মিঠুনের কথায় এবং কাজে বিভ্রান্তিতে গেরুয়া শিবির।

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ও (Kailash Vijayvargiya) শুক্রবার শিলিগুড়িতে এব্যাপারে স্পষ্ট কিছু বলেননি৷এদিন তিনি বলেছেন, “মিঠুনদাকে ভোটে দাঁড়াতে অনুরোধ করা হয়েছে। কিন্তু এখনও তিনি রাজি হননি।”

আরও পড়ুন-অভিমান, ক্ষোভ বজায় রেখেই কলকাতার জন্য গেরুয়া-নাম গেলো দিল্লিতে

বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই মিঠুনকে নিয়ে চর্চা শুরু হয়, তিনিই কি বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? এমন প্রশ্ন ঘুরতে থাকে দলের অন্দরেও। কিন্তু এখনও দল বা মিঠুনের কাছ থেকে নির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি৷ এদিন বিজয়বর্গীয় বলেছেন, “দলের তরফে একাধিকবার, একাধিক শীর্ষ নেতা মিঠুনদাকে ভোটে লড়তে অনুরোধ করেছেন। কিন্তু এখনও মিঠুনদা রাজি হননি। তবে এখনও কথা চলছে৷ তাঁর সঙ্গে আবার কথা বলবো। মিঠুনদা রাজি থাকলে দল তাঁকে প্রার্থী করবে।”

রাজনৈতিক মহলের বক্তব্য, এক সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী নিজেই বলেছিলেন, “ভোটে লড়া নিয়ে দল যা সিদ্ধান্ত নেবে তাই করবো।” দল তো এখন প্রার্থী হতে বলছে, তাহলে তিনি পিছিয়ে যাচ্ছেন কেন ? ”

Advt

spot_img

Related articles

বিচার পেতে উত্তর থেকে কলকাতা আর নয়: শনিতে মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন সার্কিট বেঞ্চের

ভারতীয় রেলের পরিষেবা যে আর সাধারণ মানুষের নাগালের মধ্যে বিজেপি জমানায় থাকবে না, তার অন্যতম উদাহরণ বন্দে ভারত...

অ্যাকাডেমির মক্কা দর্শন থেকে টলিউড পরিচালকরা: অকপট ‘নাটককার’ ব্রাত্য

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার আলোড়ন ফেলা গুরুত্বপূর্ণ কিছু নাটক তাঁর হাত থেকেই উঠে এসেছে। রাজ্যের মন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি...

রাজ্যের সিলিকন ভ্যালিতে জমি গ্রহণ ৪১ সংস্থার: ASSOCHAM-এ দাবি সচিব শুভাঞ্জনের

শিল্পের উপযুক্ত পরিকাঠামো তৈরি করে বাংলাকে শিল্পদ্যোগীদের গন্তব্যে পরিণত করার দিকে প্রতিদিন নতুন নতুন ধাপ ফেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

মোদির সফরের আগেই মালদহে SIR-মৃত্যু: শুনানি আতঙ্কে মৃত আরও ২

চলতি এসআইআর প্রক্রিয়া রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে অনেক বেশি আদিবাসী বা মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অনিশ্চয়তার মুখে ঠেলে...