Saturday, January 10, 2026

মোদির কাঁথির সভায় শিশির অধিকারীকে আমন্ত্রণ, ফোন করলেন লকেট

Date:

Share post:

বৃত্ত কি এবার সম্পূর্ণ হতে চলেছে ?

কাঁথিতে আগামী ২৪ মার্চ নির্বাচনী সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)৷ সেই সভায় থাকার অনুরোধ নিয়ে স্থানীয় তৃণমূল সাংসদ শিশির অধিকারীর (Sisir Adhikary ) কাছে যাচ্ছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।

শিশিরবাবু এই আমন্ত্রণ গ্রহণ করে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকলে বঙ্গ-রাজনীতিতে নিশ্চিতভাবেই বড় মাপের ঘটনা ঘটবে৷ বিজেপি সূত্রের খবর, শিশিরবাবু তাঁর সভায় থাকুন, এমন আগ্রহ নাকি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী স্বয়ং। এ কথা জানার পরেই দলীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে বর্ষীয়াণ তৃণমূল সাংসদ শিশির অধিকারীর বাড়িতে যাওয়ায় নির্দেশ দেওয়া হয়েছে৷ শিশিরবাবু এবং লকেট, দু’জনেই একথা স্বীকার করেছেন৷ শিশিরবাবু সংবাদমাধ্যমে বলেছেন, “লকেটের সঙ্গে ফোনে কথা হয়েছে। আমার বাড়িতে যে কোনও দলের মানুষই আসতে পারেন৷ সকলের জন্যই দরজা খোলা৷ লকেটও নিশ্চয়ই আসতে পারেন। আমি অন্য সকলের মতো তাঁকেও স্বাগত জানাতে তৈরি।’’ একই প্রসঙ্গে
লকেট বলেছেন, ‘‘কাঁথিতে প্রধানমন্ত্রী আসছেন। কাঁথির প্রবীণতম রাজনীতিককের আশীর্বাদ নিয়ে সভার প্রস্তুতি শুরু করতে চাইছি। ওঁনার অভিজ্ঞতা বিশাল।ওঁনার পরামর্শ এবং আশীর্বাদ চাই আমরা।’’

প্রধানমন্ত্রীর সভায় শিশিরবাবু থাকবেন? শিশিরের জবাব, ‘‘এখনও তেমন নির্দেশ পাইনি।’’ এই বিষয়ে কে বা কারা তাঁকে নির্দেশ দেবে, সে ব্যাপারে কিছু বলেননি তিনি৷ লকেট চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে বলেছেন, “এটা আমি কীভাবে বলবো ? আমি শুধু একটা বড় দায়িত্ব পালনের আগে ওঁনার আশীর্বাদ নিতে যাচ্ছি৷”

আরও পড়ুন:কেন্দ্র-রাজ্য সরকারকে নিশানা করে শনিবারবাসরীয় ভোট প্রচার সেলিমের

Advt

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...