Friday, November 14, 2025

প্রথম দফা ভোটেই ৭০ হাজার জওয়ান, এত বাহিনী কেন? উঠছে প্রশ্ন

Date:

বিরোধীদের (on demand of opposition parties)দাবিকে মান্যতা দিয়ে ভোট ঘোষনার আগে থেকেই বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী(Central force appointed for assembly election) এসেছে রাজ্যে। প্রথম দফার আগেই রাজ্যে এসে পৌঁছেছে কয়েকশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফাতেই রাজ্যে মোতায়েন হয়ে যাবে ৭০ হাজারের বেশি জওয়ান। কিন্তু এত বাহিনী কেন? রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এত জওয়ান আনা হচ্ছে কেন?

রাজ্যে প্রথম দফার ভোট ২৭ মার্চ। ভোট হবে ৩০টি কেন্দ্রে। শুক্রবার পর্যন্ত শুধু এই দফার জন্যই রাজ্যে চলে এসেছে ৪৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আরও ২১০ কোম্পানি বাহিনী চেয়ে পাঠানো হয়েছে নির্বাচনী পর্যবেক্ষকদের তরফে। সেই দাবিতেও মিলেছে অনুমোদন। কমিশন সূত্রে খবর, প্রথম দফার আগেই রাজ্যে পৌঁছবে মোট ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ ৭০ হাজারেরও বেশি জওয়ান।

 

ভোট ঘোষণার আগে থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের আগেই। এরপর রাজ্যের বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে, অজয় নায়েক আসার আগে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে। তার পর আরও ২০০ কোম্পানি।

 

নির্বাচনী বিশ্লেষকদের হিসেব অনুযায়ী ২০১৬ সালের বিধানসভা ভোটে যত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল, এ বারের নির্বাচনে কেবল প্রথম দফাতেই মোতায়েন হচ্ছে প্রায় সম সংখ্যক বাহিনী। আট দফার ভোটে নিযুক্ত করা হচ্ছে আগের ভোটের চেয়ে প্রায় দশ গুণ বেশি কেন্দ্রীয় বাহিনী। ২০১৬ সালের বিধানসভা ভোট হয়েছিল সাত দফায়। এ বার ভোট হচ্ছে আট দফায়। এ বার প্রথম দফাতেই মোতায়েন করা হচ্ছে সাতশোর বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এর আগে কোনও দিন মোয়াতেন হয়েছে কি না, তা মনে করতে পারছেন না রাজ্যবাসী।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version