শূন‍্য রানের রেকর্ড গড়লেন কোহলি

এক অনন্য রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি( virat kohli)। এই অশুভ রেকর্ড হয়তো কোন দিনও করতে চাননি কোহলি। ভারত-ইংল‍্যান্ড( india vs england) প্রথম স্টেটে শূন্য রান করে রেকর্ড গড়লেন করলেন বিরাট। সঙ্গে সঙ্গে টপকে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেও( sourav ganguly)। এতদিন সব থেকে বেশি শূন্য রান করার রেকর্ড ছিল মহারাজের ঝুলিতেই।

মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই শেষ টেস্টে শূন্য করেছিলেন কোহলি। ভারত অধিনায়ক হিসেবে টেস্টে অষ্টমবার শূন্য করে সেই ম‍্যাচে ছুঁয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনিকে। শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে শূন্য করে কোহলি টপকে গেলেন বিসিসিআই প্রেসিডেন্টকে (bcci president )। সব ধরনের ক্রিকেট মিলিয়ে ভারত অধিনায়ক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় করেছেন ১৩ বার শূন্য রান । কোহলি সেই অশুভ রেকর্ড টপকে ১৪ বার শূন্য রানে আউট হলেন। ধোনি ১১ বার শূন্য রানে আউট হয়েছিলেন।

আরও পড়ুন:প্রথম টি-২০ তে হার ভারতের