Saturday, August 23, 2025

নাগপুরের পর এবার পুণে। পুণের করোনা পরিস্থিতি নিয়ে এবার আলোচনায় বসলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার সাংসদ, বিধায়ক ও মেয়র। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে মহারাষ্ট্রের ওপর। সংক্রমণ ঠেকাতে সোমবার থেকেই নাগপুরে পুরোপুরি লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এবার সেই পথেই হাঁটছে পুণেও। উল্লেখযোগ্য ভাবে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যেই সেখানে কার্যকর করা হয়েছে রাত্রীকালীন কার্ফু। প্রশাসন সূত্রে খবর, এতে সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে এই শহরেও পূর্ণ লকডাউনের জারি করতে পারে উদ্ধব ঠাকরের প্রশাসন।


আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পুণেতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে কার্ফু। ৩১ মার্চ পর্যন্ত এই শহরে বন্ধ থাকবে স্কুল-কলেজ। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে হোটেল ও রেস্তোরাঁ। এমনকি নিষেধাজ্ঞা জারি হয়েছে শপিং মলগুলিতেও। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত সেগুলিকে বন্ধ রাখা হবে। আংশিকভাবে বন্ধ থাকবে পার্কও।

উল্লেখ্য করোনার দ্বিতীয় ঢেউ আসতেই মহারাষ্ট্রের দৈনিক সংক্রমণের মাত্রা ১৪ হাজারে ছুঁয়েছে। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। সংক্রমণ যাতে আরও না ছড়ায় তাই এই সিদ্ধান্ত নিয়েছে উদ্ধব প্রশাসন।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version