তৃণমূলে যোগ দিচ্ছেন বাজপেয়ী জামানার মন্ত্রী যশবন্ত সিনহা

বাজপেয়ী জামানায় অর্থ মন্ত্রকের পাশাপাশি সামলেছেন প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব। তবে সময়ের সঙ্গে সঙ্গে গেরুয়া শিবিরের অন্দরে পরিবর্তন হয়েছে অনেকখানি। আদবানিকে সাইডলাইনে পাঠিয়ে বর্তমান বিজেপির ব্যাটন উঠেছে নরেন্দ্র মোদী, অমিত শাহদের হাতে। আর এই নয়া নেতৃত্তের কার্যকলাপের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন প্রবীণ বিজেপি(BJP) নেতৃত্বরা। এই তালিকায় অন্যতম নাম যশবন্ত সিনহা(Yashwant Sinha)। এহেন যশবন্ত সিনহা এবার যোগ দিতে চলেছেন তৃণমূলে(TMC)। সূত্রের খবর, শনিবারই জোড়া ফুল শিবিরে যোগ দিতে চলেছেন প্রবীণ এই নেতা। যশবন্ত সিনহার বিজেপি যোগ গেরুয়া শিবিরের জন্য যে বড়সড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন:ঘনঘন সূচি বদলের জন্যই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা যায়নি, জানালো পুলিশ

উল্লেখ্য, মোদির শাহর নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়ে দু’বছর আগে বিজেপি ত্যাগ করেন যশবন্ত সিনহা। জানা যাচ্ছে, আজ সুদীপ-ডেরেক-সুব্রতদের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেবেন তিনি। প্রসঙ্গত, বাজপেয়ি আমলের এই মন্ত্রী বিজেপি ত্যাগের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে একাধিকবার বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে। শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন তিনি। বঙ্গে বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপি যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক নেমেছে এই অবস্থায় যশবন্ত সিনহার তৃণমূল যোগ নিশ্চিতভাবে বড় ধাক্কা দিতে চলেছে গেরুয়া শিবিরকে।

Advt

Previous articleলকডাউনের পথে এবার পুণেও
Next articleকলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস