Thursday, August 28, 2025

টাকার বিনিময়ে টিকিট বন্টন! জেলায় জেলায় বিজেপি কর্মীদের বিক্ষোভ-ভাঙচুর-আগুন

Date:

বিজেপির (BJP) দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা (Candidate List) ঘোষণা হতেই বিক্ষোভের আঁচ জেলায় জেলায়। আদি-নব্য দ্বন্দ্ব প্রকাশ্যে। এবার হাওড়ার পাঁচলাতেও (Panchla) তৃণমূলত্যাগী (TMC) বিজেপি প্রার্থীকে (BJP Candidate) নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। ট্রাকে করে এসে কয়েকশো বিজেপি কর্মী ভেঙে গুঁড়িয়ে দিলেন দলীয় পার্টি অফিস। আগুন ধরানোরও চেষ্টাও করেন বিজেপির বিদ্রোহীরা!

দিল্লি থেকে রবিবার তৃতীয় ও চতুর্থ দফার তালিকা প্রকাশ করেছে বিজেপি। হাওড়া পাঁচলা বিধানসভার বিজেপি প্রার্থী হিসাবে ঘোষিত হয়েছে মহিত লাল ঘাঁটির নাম। আর তার পরেই প্রার্থী প্রত্যাহারের দাবিতে হাওড়া গ্রামীণ জেলা বিজেপির পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দিলো পাঁচলা বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতৃত্ব ও কয়েকশো কর্মী ও সমর্থক। এমনকি পার্টি অফিসে আগুন লাগানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ। অবিলম্বে বিজেপি প্রার্থী পরিবর্তন করা না হলে এই বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দেন গেরুয়া সমর্থকরা। টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

প্রসঙ্গত, পাঁচলা কেন্দ্রের বিজেপি প্রার্থী মোহিত লাল ঘাঁটি কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করেন। আর রবিবার বিজেপির প্রার্থী হিসেবে তাঁর নামই ঘোষণা হওয়ার পর রীতিমতো বিদ্রোহ শুরু করে দেন আদি বিজেপি কর্মী ও সমর্থকেরা। পুরনো বিজেপি সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন।

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার (Diamond Harbour) বিধানসভা কেন্দ্রে তৃণমূল ছুট দীপক হালদারকে (Dipak Haldar) প্রার্থী করায় ক্ষোভে ফেটে পড়েন আদি বিজেপি কর্মীরা। প্রার্থী পদ প্রত্যাহার করা না হলে আরও বড় আন্দোলনের হুমকি দেন তাঁরা। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন দীপক হালদার।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version