Friday, December 19, 2025

নাকে মাস্ক নেই! বিমানবন্দরে কোভিড বিধি ভাঙলেই কড়া আইনি ব্যবস্থা

Date:

Share post:

দেশের বেশ কিছু রাজ্যে ফের বাড়ছে করোনা সংক্রমণ। বারবার সতর্ক করার পরেও কিছু লোক কোনও কথাই শুনছে না বলেও জানা যাচ্ছে। এবার আরও কড়া হল উড়ান সংস্থাগুলি। যাত্রীরা ঠিক মতো মাস্ক না পরলে তাঁদের বিমান থেকে নামিয়ে দেওয়ার জন্য উড়ান সংস্থাগুলিকে নির্দেশ দিল বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)।

দেশে করোনা নিয়ে ফের উদ্বেগ বাড়ছে। যেভাবে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে তার ভিত্তিতে নির্দেশিকা জারি করেছে DGCA। এই সংস্থার পর্যবেক্ষণ, বিমানবন্দরে ঢোকার পরে অনেক সময়েই অনেক যাত্রীই মাস্ক খুলে ফেলেন। অনেক সময়েই নাক ছাড়া শুধু মুখ ঢাকা থাকে মাস্কে। পারস্পরিক দূরত্ব বজায় রাখারও বালা থাকে না অনেক যাত্রীরই। সংস্থার নির্দেশিকায় বলে হয়েছে, “যে সব যাত্রী বিমানে ওঠার পরে বার বার সতর্কতা সত্ত্বেও মাস্ক পরেন না, তাঁদের প্রয়োজনে বিমান থেকে নামিয়ে দেওয়া হবে। প্রয়োজন হলে বিমান ওড়ার ঠিক আগের মুহূর্তেও। এ ছাড়া, বিমানবন্দরে ঢোকার সময়েই যাতে প্রত্যেকের মুখে ঠিক মতো মাস্ক থাকে, সে বিষয়ে নজর রাখতে বলা হয়েছে সিআইএসএফ ও পুলিশকে। নিয়ম ভাঙলে যে যাত্রীকে তুলে দেওয়া হবে নিরাপত্তা সংস্থার হাতে।”

আরও পড়ুন-করোনা পরিস্থিতির মধ্যেই শুরু হচ্ছে অমরনাথ যাত্রা, মানতে হবে গাইডলাইন

শনিবার দেশে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা গত ৮৩ দিনে ছিল সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮৮২ জন। এই পরিস্থিতিতে বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় কোভিড-বিধি মানা এবং দ্রুত টিকাকরণ। করোনা-নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন রাজ্যই রাতে জারি হয়েছে কার্ফু। ভোপাল এবং ইনদওরে রাত্রিকালীন কার্ফু চালু সম্ভাবনা রয়েছে। রাজ্যগুলির মধ্যে সংক্রমণের নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। এর সীমানায় থাকা জেলাগুলি অর্থাৎ ভোপাল, গ্বালিয়র, জবলপুরে দোকানগুলিকে বিশেষভাবে সুরক্ষাবিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে। পাঞ্জাব সরকারও শনিবার থেকে আরও ৪টি জেলায় রাত্রিকালীন কার্ফু জারি করেছে। সেখানকার সব স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সে রাজ্যে মোট ৮ টি জেলায় কার্ফু চলছে।

Advt

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...