Tuesday, August 26, 2025

“সর্বধর্ম সমন্বয়”-এ ২১ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলো আব্বাসের ISF

Date:

অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে নিজেদের কোটার সিংহভাগ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল সংযুক্ত মোর্চার শরিক ফুরফুরা শরিফের আব্বাস সিদ্দিকির (Abbas Siddique) ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)। রবিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে ২১ জন প্রার্থীর নাম জানিয়েছে তারা। যদিও, আগেই বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চার প্রার্থী হিসেবে পীরজাদা বাইজিদ আমিন-এর নাম ঘোষণা করা হয়েছিল।

এখনও পর্যন্ত ৩৭টি আসনে আইএসএফ প্রার্থী দেবে বলে ঠিক হয়েছে। কংগ্রেস প্রার্থী দিচ্ছে ৯২টি আসনে। বাকি আসনগুলিতে প্রার্থী বামফ্রন্টের সমস্ত শরিক দল। দলছুট তৃণমূল নেতারাও জায়গা পেয়েছেন আব্বাসের তালিকায়। মেটিয়াবুরুজে নুরুজ্জামান ও উলুবেড়িয়া পূর্বে আব্বাসউদ্দিন সদ্য তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়েছেন। ওই দু’জনকেই টিকিট দেওয়া হয়েছে।

আইএসএফ প্রকাশিত তালিকায় রায়পুরে মিলন মান্ডি, মহিষাদলে বিক্রম চট্টোপাধ্যায়, চন্দ্রকোনায় গৌরাঙ্গ দাস, কুলপিতে সিরাজু্দ্দিন গাজী, মন্দিরবাজারে সঞ্জয় সরকার, জগৎবল্লভপুরে শেখ সাব্বির আহমেদ, হরিপালে সিমল সরেন, খানাকুলে ফাইসাল, মেটিয়াবুরুজে নুরুজ্জামান, উলুবেড়িয়া পূর্বে আব্বাসউদ্দিন খান, রানাঘাট উত্তর-পূর্বে দীনেশচন্দ্র বিশ্বাস, কৃষ্ণগঞ্জে অনুপ মণ্ডল, সন্দেশখালিতে বরুণ মাহাতো, চাপড়ায় কাঞ্চন মৈত্র, অশোকনগরে তাপস চক্রবর্তী, আমডাঙায় জামালউদ্দিন, আসানসোল উত্তরে মহম্মদ মোস্তাকিন এবং এন্টালিতে মহম্মদ ইকবাল আলম। এ ছাড়াও জোটে ক্যানিং পূর্ব, জাঙ্গিপাড়া, মধ্যমগ্রাম, হাড়োয়া, ময়ূরেশ্বরে প্রার্থী দেবে আব্বাসের দল। উত্তর ও দক্ষিণবঙ্গের দেগঙ্গা ও মগরাহাটের মতো আসনগুলিতেও প্রার্থী দেবে আব্বাসের দল।

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...
Exit mobile version