সঙ্গীতশিল্পী হিসেবে আগেই সাফল্য লাভ করেছেন। এমনকি বলিউড ও টলিঊডে অরিজিৎ সিং বেশ জনপ্রিয়। তবে এবার গায়ক অরিজিৎ সিং আত্মপ্রকাশ করলেন এক নতুন রূপে। বালাজি মোশন পিকচার্সের পরবর্তী ছবি ‘পাগলেট’-এর সুরকার হিসাবে কাজ করছেন তিনি।

জনপ্রিয় গায়ক ইনস্টাগ্রামে নিজেই এই সুখবর দিয়েছেন তাঁর অনুরাগীদের। সেইসঙ্গে তিনি মা, বাবা, স্ত্রীকে সবসময় পাশে পাওয়ার জন্য তাদের ভালোবাসাও জানিয়েছেন। পরিবার পাশে না থাকলে সাফল্যের শীর্ষে পৌঁছানো সম্ভব ছিল না এই কথা তিনি বারবার বলেছেন।
গায়ক অরিজিৎ সিং-কে তাঁর অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এমনকি সুরকার হিসেবে তাঁর এই নতুন যাত্রায় অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। নতুন ভূমিকায় ঠিক কতটা সফল হবেন অরিজিৎ, সে শুধু এখন সময়ই বলবে। তবে তাঁকে সুরকার হিসেবে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর অনুরাগী ও ভক্তরা।
