Wednesday, November 19, 2025

ভোট প্রচারে ব্যস্ত থাকায় সিবিআইকে চিঠি দিয়ে সময় চাইলেন পার্থ

Date:

ভোটের প্রচারে এই মুহূর্তে প্রবল ব্যস্ত রয়েছেন বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়(partho Chatterjee)। ফলস্বরূপ সিবিআইকে চিঠি পাঠিয়ে সময় চাইলেন তৃণমূলের মহাসচিব। জানানো হয়েছে, ভোটের প্রচারে ব্যস্ত থাকার কারণে সোমবার সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন না তিনি। যদিও সিবিআই(CBI) সূত্রে জানা যাচ্ছে তদন্ত চালিয়ে যেতে পার্থ চট্টোপাধ্যায়কে সময় দিতে রাজি নয় তদন্তকারী সংস্থা। পুনরায় তাকে নোটিশ পাঠানো হবে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, আইকোর চিটফান্ড মামলায় সোমবার সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছিল তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। সিবিআই-এর হাতে যে ভিডিও এসেছে তার ভিত্তিতেই তৃণমূল মহাসচিবকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়। কেন ওই সংস্থার অনুষ্ঠানে পার্থ উপস্থিত ছিলেন তা জানতে চায় সিবিআই। তবে দলের প্রচারে ব্যস্ত থাকার কারণে এদিন সিবিআই-এর ডাকে সাড়া দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন:দলবদলুকে টিকিট: দলীয় প্রার্থীর বিরুদ্ধেই লড়বেন উত্তরপাড়ার ‘আদি বিজেপি’ কৃষ্ণা

প্রসঙ্গত, রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে চিটফান্ড কাণ্ডের তদন্তে গতি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই তালিকায় সারদার পাশাপাশি রয়েছে আইকোর, প্রয়াগসহ একাধিক চিটফান্ড সংস্থার দুর্নীতি মামলা। আইকোর মামলার তদন্তে নেমে সংস্থার দুই কর্ণধার অনুকূল মাইতি ও তাঁর স্ত্রীকে আগেই গ্রেফতার করেছে সিবিআই। বন্দি অবস্থাতে অনুকূল মাইতির মৃত্যু হলেও এর আগে তাঁকে জেরায় একাধিক তথ্য মিলেছে বলে সিবিআই সূত্রে খবর। আর সেই তথ্যের ভিত্তিতেই পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নির্দেশ দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।

Related articles

বাংলা বললেই কীটপতঙ্গের মত ব্যবহার! ওড়িশায় পরিযায়ী শ্রমিকদের পুলিশি অত্যাচার

নতুনভাবে বাঙালি বিদ্বেষে শান বিজেপির। বাঙলায় প্রবল প্রতিবাদের মুখে বেশ কিছুদিন বাঙালিদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে অত্যাচারের মাত্রা...

অপরিকল্পিত SIR অভিযান বন্ধ করুন: মালবাজারে BLO-র মৃত্যুতে নির্বাচন কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর

SIR-এ অত্যাধিক কাজের চাপ। জলপাইগুড়ির মালবাজারে আত্মহত্যার অভিযোগ বিএলও শান্তিমণি এক্কার (Shantimoni Ekka)। বুধবার, এই মৃত্যুর খবরে শোকপ্রকাশ...

শিবপুরে দাম্পত্য কলহে শ্যুট আউট! গুরুতর জখম মহিলা

দাম্পত্য কলহের জেরে শ্যুট আউট? হাওড়ার শিবপুরে (Shivpur Howrah) তীব্র চাঞ্চল্য। আক্রান্ত মহিলা ভর্তি কলকাতার হাসপাতালে (Hospital)। অভিযোগ,...

ফের আত্মহত্যা! SIR আতঙ্কে আরেক মৃত্যু বাংলায়

বাংলার মানুষের মন থেকে নির্বাচন কমিশনের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে আতঙ্ক (SIR fear) কাটছেই না। একাধিক...
Exit mobile version