Wednesday, May 7, 2025

ভোট প্রচারে ব্যস্ত থাকায় সিবিআইকে চিঠি দিয়ে সময় চাইলেন পার্থ

Date:

ভোটের প্রচারে এই মুহূর্তে প্রবল ব্যস্ত রয়েছেন বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়(partho Chatterjee)। ফলস্বরূপ সিবিআইকে চিঠি পাঠিয়ে সময় চাইলেন তৃণমূলের মহাসচিব। জানানো হয়েছে, ভোটের প্রচারে ব্যস্ত থাকার কারণে সোমবার সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন না তিনি। যদিও সিবিআই(CBI) সূত্রে জানা যাচ্ছে তদন্ত চালিয়ে যেতে পার্থ চট্টোপাধ্যায়কে সময় দিতে রাজি নয় তদন্তকারী সংস্থা। পুনরায় তাকে নোটিশ পাঠানো হবে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, আইকোর চিটফান্ড মামলায় সোমবার সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছিল তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। সিবিআই-এর হাতে যে ভিডিও এসেছে তার ভিত্তিতেই তৃণমূল মহাসচিবকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়। কেন ওই সংস্থার অনুষ্ঠানে পার্থ উপস্থিত ছিলেন তা জানতে চায় সিবিআই। তবে দলের প্রচারে ব্যস্ত থাকার কারণে এদিন সিবিআই-এর ডাকে সাড়া দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন:দলবদলুকে টিকিট: দলীয় প্রার্থীর বিরুদ্ধেই লড়বেন উত্তরপাড়ার ‘আদি বিজেপি’ কৃষ্ণা

প্রসঙ্গত, রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে চিটফান্ড কাণ্ডের তদন্তে গতি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই তালিকায় সারদার পাশাপাশি রয়েছে আইকোর, প্রয়াগসহ একাধিক চিটফান্ড সংস্থার দুর্নীতি মামলা। আইকোর মামলার তদন্তে নেমে সংস্থার দুই কর্ণধার অনুকূল মাইতি ও তাঁর স্ত্রীকে আগেই গ্রেফতার করেছে সিবিআই। বন্দি অবস্থাতে অনুকূল মাইতির মৃত্যু হলেও এর আগে তাঁকে জেরায় একাধিক তথ্য মিলেছে বলে সিবিআই সূত্রে খবর। আর সেই তথ্যের ভিত্তিতেই পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নির্দেশ দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।

Related articles

উচ্চ মাধ্যমিকে হুগলির দুর্দান্ত দাপট, মেধা তালিকায় ১৪ জন পড়ুয়া

৭ মে, বুধবার প্রকাশিত হল ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মাত্র ৫০ দিনের মধ্যে ফল প্রকাশ করল...

সিঁদুরে মেঘ দেখে প্রলাপ শাহবাজের! রাফাল-সহ ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি

পহেলগাঁওতে জঙ্গিহানার প্রত্যাঘাত অপারেশন সিন্দুর। তারপরই দিশেহারা পাকিস্তান সরকার শুরু করেছে প্রলাপ ও প্ররোচনা। পাক অধিকৃত কাশ্মীর ও...

মঙ্গলের পরে বুধেই উল্টো সুর! SLST মামলায় আবার স্থগিতাদেশ হাই কোর্টের

এসএলএসটি-র সুপার নিউমেরারি পদে (super numerary post) নিয়োগে হাই কোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগে বাধা নেই,...

উচ্চমাধ্যমিকে যুগ্ম নবম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাই 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় নজরকাড়া সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ...
Exit mobile version