Sunday, August 24, 2025

ফের রাজ্যজুড়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। নির্বাচনী উত্তাপের সঙ্গে পাল্লা দিচ্ছে পশ্চিমবঙ্গের করোনা গ্রাফ। ২ দিন পর রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যার সঙ্গে বেড়েছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় কলকাতায় মৃতের সংখ্যা ১। চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগণার পরিস্থিতিও।

স্বাস্থ্যদফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৫ ফেব্রুয়ারির পর এই প্রথম রাজ্যে ৪ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। তার মধ্যে উত্তর ২৪ পরগনায় ২ জন, কলকাতা এবং হাওড়ায় ১ জন করে মারা গিয়েছেন। সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ১০ হাজার ২৯২ জন কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। গত ২৪ ঘণ্টায় টিকাকরণের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে। শনিবারের বুলেটিন জানিয়েছিল, রাজ্য জুড়ে প্রায় ২ লক্ষের কাছাকাছি টিকাকরণ হয়েছে। তবে রবিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ২৯ হাজার ৯৩৮ জন টিকা নিয়েছেন। এখনও পর্যন্ত ২৪ লক্ষ ২১ হাজার ৪২৪ জনের টিকাকরণ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন-তৃণমূলে যোগ দিয়ে নতুন দায়িত্ব পেলেন যশবন্ত সিনহা

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ২৮৩ জন। এদিন রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৭৮ হাজার ৩৪৭ জন। তবে তাঁদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ফলে এ রাজ্যে করোনামুক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৪ হাজার ৯১২ জন। যাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা জয়ী হয়েছেন ২৭৫ জন। এদিকে বাংলায় কমছে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যদফতরের রিপোর্ট বলছে, রবিবার পর্যন্ত এ রাজ্যে চিকিৎসাধীন কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৪৩ জন।

কলকাতায় এখনও পর্যন্ত ১ লক্ষ ৩০ হাজার ৪৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। অন্য দিকে, উত্তর ২৪ পরগনায় ১ লক্ষ ২৩ হাজার ৯৮৭ জন সংক্রমিতের সন্ধান পাওয়া গিয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনিবারের থেকে বেশি কোভিড টেস্ট করা হয়েছে। শনিবার ১৭ হাজারেরও বেশি কোভিড টেস্ট হয়েছিল। রবিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ২১ হাজার ১৭৮।

রাজ্যে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রোজই চলছে সব রাজনৈতিক দলের প্রচার। হচ্ছে ব্যাপক জমায়েত। চিকিৎসকরা জানাচ্ছেন, অনেক মানুষই কোভিড বিধি উল্লঙ্ঘন করছেন। সামাজিক দূরত্ব বিধি মানছেন না, পরছেন না মাস্ক। ফলে রাজ্যজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version