Tuesday, January 13, 2026

যারা অভিমান করে বসে আছো, তারা বেরিয়ে এসো, যুদ্ধের সময় অভিমান করতে নেই: মমতা

Date:

Share post:

নির্বাচনী প্রচারে সোমবার পুরুলিয়ার বাঘমুন্ডির জনসভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। হুইলচেয়ারে বসে কী বার্তা দিলেন তৃণমূল নেত্রী? তাঁর বার্তা, যারা অভিমান করে বসে আছো তারা বেরিয়ে এসো, যুদ্ধের সময় অভিমান করতে নেই ।
তৃণমূল কংগ্রেস কর্মীরা অনেক শক্তিশালী। আমার মাথা ফাটিয়ে দিয়েছে তবু লড়াই করে যেতে পারি। যাঁরা এখনও অভিমান করে বসে আছেন, তাঁরা বেরিয়ে আসুন। লড়াই করুন।
তিনি সোমবার দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বললেন, কেউ কেউ মনে করেছিল পায়ে চোট নিয়ে আমি বেরোতে পারব না।  কিন্তু সেটা হওয়ার নয়।আমার চেয়ে সাধারণ মানুষের যন্ত্রণা অনেক বেশি।
তিনি বলেন, একসময় অযোধ্যা পাহাড়ে অনেক সন্ত্রাস ছিল। এখন এই পাহাড় পর্যটকদের প্রিয় স্থান। গত কয়েক বছরে অযোধ্যা পাহাড়ের অনেক উন্নয়ন হয়েছে।
রাজ্যের মানুষকে আশ্বস্ত করে মমতা বলেন, তৃণমূল সরকার থাকলে বিনা পয়সায় রেশন পাবেন আপনারা। বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
উন্নয়নের খতিয়ান দিয়ে তিনি মনে করিয়ে দেন, বিরসা মুণ্ডার নামে বিশ্ববিদ্যালয় হয়েছে। রঘুনাথ মূর্মূর নামে ক্যাম্পাস তৈরি হয়েছে। কুর্মি ভাষার বোর্ড তৈরি হয়েছে। গত কয়েক বছরে কয়েক লক্ষ শংসাপত্র দেওয়া হয়েছে।
তার দাবি, বাংলা একমাত্র রাজ্য যাঁরা সাঁওতালিদের জমির অধিকার বাঁচানোর জন্য আইন এনেছে। জওহরস্থানের পাট্টা দিয়েছে। তিনি বলেন,
আমাদের সরকার যা করেছে, বিশ্বের কোনও সরকার এটা করতে পারেনি।
বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, বিজেপি একটা দল যাঁরা গ্যাস-ডিজেল-পেট্রলের দাম বাড়িয়ে যাচ্ছে।  রেশনে বিনা পয়সায় চাল পাচ্ছেন, কিন্তু তা রান্না করতে ৮০০ টাকা দিয়ে গ্যাস কিনতে হয়েছে। রেশনে কেরোসিন পাওয়া যাচ্ছে না। উজ্জ্বলার নামে দুর্নীতি হয়েছে।
তিনি এদিন স্পষ্ট বলেন, টাকা দিয়ে নিজের চরিত্র, মনুষ্যত্ব বিক্রি করবেন না। তার প্রশ্ন, বিজেপি এত টাকা কোথায় পেলে? নোটবন্দি করে প্রচুর টাকা কামিয়েছে। সেই টাকা দিয়ে ভোট কিনছে। ব্যাঙ্ক, সরকারি সংস্থা বিক্রি করে দিচ্ছে।
তিনি বলেন, এখানে কংগ্রেস-সিপিএম বিজেপির দালালি করে। তাই বিজেপিকে একটিও ভোট নয়। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাকে আক্রমণ করলে আমার ভাই-বোনেরা জোট বেঁধে জবাব দেবে।
আমাক পা ঠিক থাকবে। আপনাদের পা ঠিক থাকবে তো? বিজেপিকে লড়াইয়ের ময়দানে জবাব দেব।

 

spot_img

Related articles

বাংলায় এসআইআর নিয়ে দ্রুত শুনানি হোক, সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর 

ভোটার তালিকায় নিবিড় সংশোধনের (SIR)নাম করে হয়রান করা হচ্ছে বাংলার মানুষকে। মঙ্গলবার এক আইনজীবী এই বিষয়ে দ্রুত শুনানি...

ওটিটিতে আসছেন কৌশানী-শ্রাবন্তী, পুরুলিয়ায় পাড়ি একেনের 

২০২৬ এর বাংলা বিনোদন জগতে জুড়ে একের পর এক চমক। চলতি বছরে একাধিক বিগ বাজেট ছবি মুক্তির কথা...

আজ উত্তরবঙ্গে সভার আগে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেবেন অভিষেক 

'আবার জিতবে বাংলা' কর্মসূচিতে রাজ্যজুড়ে রণসংকল্প সভা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার...

ইরানের সঙ্গে বাণিজ্যের কারণে ভারতকে ‘শাস্তি’ ট্রাম্পের, বাড়ল ২৫ শতাংশ শুল্ক! 

রাশিয়ার পর এবার ইরান (Iran), ভারতে আছড়ে পড়ল মার্কিন শুল্কবান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন, ইরানের...