আচমকাই ভেঙে পড়ল প্যান্টোগ্রাফ, ব্যাহত হাওড়া-পূর্ব শাখার রেল পরিষেবা

ঘড়িতে তখন সকাল ৯ টা। হাওড়া স্টেশন ছেড়ে ফলকনামা এক্সপ্রেস রেল ইয়ার্ডের কাছে পৌঁছতেই আচমকা ভেঙে পড়ে প্যান্টোগ্রাফ। ফলে হাওড়া-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রেলের ইঞ্জিনিয়াররা। পরিষেবা স্বাভাবিক করার জন্য দ্রুত কাজ শুরু করেছেন তাঁরা।

এই ঘটনার ফলে বাতিল করা হয়েছে বহু ট্রেন। পাঁশকুড়া শাখার লোকাল ট্রেনও বাতিল  হয়েছে। হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি থেকে তিনটি লোকাল ট্রেন চালানো হবে বলে রেল তরফে জানানো হয়েছে।  রেল সূত্রের খবরে জানা গেছে, হাওড়া স্টেশনের ২১,২২ এবং ২৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনও ট্রেন চলাচল করছে না। অন্য লাইন দিয়ে কিছু লোকাল ট্রেন চালানো হচ্ছে। মূলত আপ লাইনেই ট্রেন চলাচল ব্যাহত রয়েছে।  তবে অনান্য লাইনে স্বাভাবিকভাবেই ট্রেন চলাচল করছে বলে জানা গেছে।

Advt

Previous articleযারা অভিমান করে বসে আছো, তারা বেরিয়ে এসো, যুদ্ধের সময় অভিমান করতে নেই: মমতা
Next articleপ্রার্থীতালিকায় ৪ সাংসদের নাম, ‘গোয়াল ফাঁকা’ বলে বিজেপিকে কটাক্ষ অনুব্রতর