মৌখিক প্রতিশ্রুতি আর নয়, ইস্তেহারেই থাকুক ফ্লাইওভার তৈরির কথা

আর মৌখিক প্রতিশ্রুতিতে মন ভরবে না। প্রার্থীদের ইস্তেহারেই লিখতে হবে ফ্লাইওভার তৈরির কথা। ভোট আসে ভোট যায়। কিন্তু ফ্লাইওভার আর হয়না। ভোটের আগে অবশ্য সব দলই বলেন ফ্লাইওভার হবে। কিন্তু দিনের পর দিন দুর্ভোগ পোহান দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পালসিট মোড় ও পাল্লা রোড মোড়ের বাসিন্দারা। এই রাস্তা অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ। কয়েকদিন আগেই এই রাস্তায় প্রাণ হারিয়েছেন প্রায় ৬ জন। তাই এবার আর মৌখিক প্রতিশ্রুতিতে চিঁড়ে ভিজবে না। ইস্তেহারে ফ্লাইওভার তৈরির কথাটি উল্লেখ করতেই হবে বলে চিঠি দিয়েছেন বর্ধমানবাসী। তাঁদের ওই দাবি কতটা মানা হবে ,এখন সেটাই দেখার।

নির্বাচনের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। কিন্তু ক্ষমতায় এলে তাঁরা কী করবেন সেসবটাই থাকুক ইস্তেহারে।তাই পোস্টকার্ডে সবদলকেই চিঠি দিয়েছেন বর্ধমানের বাসিন্দারা। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পালসিট মোড় ও পাল্লা রোড মোড় অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ। জাতীয় সড়কের উপরের এই দুটি মোড় দিয়েই যাতায়াত করতে হয় কলানবগ্রাম, পাল্লা রোড, পালসিট, সহ বিভিন্ন এলাকার মানুষজনকে। কাজের প্রয়োজনে সড়ক পারাপার করতে গিয়ে গাড়ির তলায় পড়েছেন বহু মানুষ। একবার নয়,বহুবার এরকম ঘটনা ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, বহুবার প্রশাসনের দৃষ্টিপাত করার চেষ্টা করলেও তাঁরা মানুষের কথার পাত্তাই দেননি। উল্টে প্রাণহাতে করে চলতে হয় যাত্রীদের।  এই ফ্লাইওভার তৈরির দাবি নিয়ে প্রশাসনের কাছে আর নয়।  ইস্তেহারেই থাক ফ্লাইওভার তৈরির প্রতিশ্রুতি। আর সেই দাবি জানিয়ে প্রকাশ্যেই পোস্টকার্ডে সকলদলকে চিঠি দিলেন এলাকাবাসী।

Advt
https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be
Previous articleআইপিএল-এর অন্যতম স্পনসর আপস্টক্স
Next articleমোর্চা শরিক ISF-কে নিয়ে গুরুতর প্রশ্ন, প্রার্থী-প্রতীক নিয়েও ধন্দ