রেলের বেসরকারিকরণ হচ্ছে না, লোকসভায় স্পষ্ট করলেন রেলমন্ত্রী

লোকসভায় (parliament of India) কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal) স্পষ্ট করে জনিয়ে দিলেন, রেলের বেসরকারিকরণ হবে না (Indian railway will not be privatised)। রেল ভারত সরকারের তত্ত্বাবধানেই থাকবে। বিরোধীদের লাগাতার প্রশ্নের উত্তরে এদিন রেলমন্ত্রী রেল নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করলেন।

তবে এই ঘোষণা করলেও রেলমন্ত্রী বেসরকারিকরণের পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, “কেন্দ্র রেলের বেসরকারিকরণের ক্ষেত্রে নিশানা হয়। কিন্তু মানুষ কখনও এ কথা বলেন না যে রাস্তায় স্রেফ সরকারি বাস চলবে। তার কারণ সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাসও পরিষেবা দেয় । এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে রেলের উন্নতির কথাও তুলে ধরেন পীযূষ। তিনি বলেন, “দেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে রেল অন্য মাত্রা যোগ করেছে।” দেশের উন্নতির ক্ষেত্রে রেলকে ‘ইঞ্জিন ফর গ্রোথ’ বলেও জানান গোয়েল। এ বারের বাজেটে ২ লক্ষ কোটি টাকা রেলের উন্নতি খাতে বরাদ্দ হয়েছেজানান রেলমন্ত্রী পীযূষ।

Advt

Previous articleদিল্লিতে ইডির জালে বিনয়ের ভাই বিকাশ
Next articleশান্তিনিকেতনে আজকের বসন্ত উৎসবে কেন এত গোপনীয়তা? ক্ষুব্ধ পড়ুয়ারা