আইপিএল( ipl)-এর অন্যতম স্পনসর হতে চলেছে আপস্টক্স(upstox)। ভারতীয় বোর্ডের ( bcci)তরফে মঙ্গলবার এমনটাই ঘোষণা করা হল।

মঙ্গলবার বোর্ডের তরফে বলা হয় যে, “ভারতের অন্যতম সেরা ডিজিটাল ব্রোকারেজ সংস্থার সঙ্গে হাত মেলালো আইপিএল। ৯ এপ্রিল থেকে শুরু হতে চলা এই প্রতিযোগিতার সঙ্গে বেশ কয়েক বছরের জন্য চুক্তি করা হল।”
আইপিএল-এর সভাপতি ব্রিজেশ প্যাটেল বলেন, “আইপিএল ২০২১-এর অন্যতম স্পনসর হিসেবে আপস্টক্সের নাম ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। তরুণ প্রজন্মের ওপর আপস্টক্সের প্রভাব পড়বে বলেই আমরা মনে করি।”

আপস্টক্সের তরফে তাদের সহ-প্রতিষ্ঠাতা রবি কুমার বলেন, “আইপিএল ২০২১-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমরা রোমাঞ্চিত। ভারতে ক্রিকেট শুধু মাত্র একটা খেলা নয়, মানুষের সামাজিক জীবনের সঙ্গেও যুক্ত হয়ে গিয়েছে এটা।”


আরও পড়ুন:অল ইংল্যান্ড ওপেনকেই পাখির চোখ সিন্ধুর
