দুর্ঘটনার কবলে বায়ুসেনার মিগ-২১ বাইসন, মৃত পাইলট

দুর্ঘটনার কবলে বায়ুসেনার (IAF) মিগ-২১ বাইসন (MiG-21 Bison) যুদ্ধবিমান। আজ বুধবার সকালে মধ্য ভারতের একটি এয়ারবেস থেকে কমব্যাট ট্রেনিং মিশনের জন্য ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তার মৃত্যু হয়েছে। কেন দুর্ঘটনা ঘটল তার তদন্তের নির্দেশ ভারতীয় বায়ুসেনা।

আরও পড়ুন- আগে আমাকে মারত সিপিআইএম, এখন বিজেপি, দুঃশাসন রাজ চালাচ্ছে : মমতা
চলতি বছরের ৫ জানুয়ারিও একট মিগ ২১ বাইসন যুদ্ধবিমান ভেঙ পড়ে। রাজস্থানের সুরাতগড় বিমানবন্দরে ল্যান্ড করার সময় সেটি ভেঙে পড়েছিল। যদিও বরাত জোরে সে যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছিলেন পাইলট।
১৯৭৩-৭৪ সাল নাগাদ ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মিগ-২১। তার পর থেকে গত ৪৪ বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে। বহুবার এই বিমান দুর্ঘটনায় পড়েছে ও তাতে পাইলটের মৃত্যু ঘটেছে।

Previous articleব্যতিক্রমী: যোগ্যকে জায়গা দিয়ে নিজে প্রার্থী হলেন না জাহাঙ্গীর খান
Next articleস্মৃতি ইরানি এবং রবি কিষানের তিনটি জনসভা বাতিল , হতাশ বিজেপি কর্মীরা