Friday, November 14, 2025

সামনেই রাজ্যে বিধানসভা ভোট। আগামী ২৭ মার্চ শুরু প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে আরও এক দফা প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। মোট ন’টি আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া একটি আসনে প্রার্থী বদল করা হয়েছে। শান্তিপুরে বামেরাই লড়বে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নাম এখনও ঘোষণা করা হয়নি।

ঘোষিত ১০ প্রার্থীর মধ্যে ৯জন সিপিএম এবং ১জন আরএসপি-র প্রার্থী। বুধবার ধূপগুড়ি, ময়নাগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, সামশেরগঞ্জ, শান্তিপুর, হরিণঘাটা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, উলুবেড়িয়া উত্তর, মন্তেশ্বর আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা। এর মধ্যে ময়নাগুড়ি থেকে লড়বেন আরএসপির প্রার্থী।

এক নজরে দেখে নেওয়া যাক কোন আসনে কোন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে:

ধূপগুড়ি: ডাঃ প্রদীপ কুমার বিশ্বাস (সিপিএম)
ময়নাগুড়ি: নরেশ চন্দ্র রায় (আরএসপি)
দার্জিলিং: গৌতমরাজ রাই (সিপিএম)
কার্শিয়াং: উত্তম শর্মা (সিপিএম)
সামশেরগঞ্জ: মোদাস্সর হোসেন (সিপিএম)
শান্তিপুর: সিপিএম প্রার্থী(নাম পরে জানানো হবে)
হরিণঘাটা: অলকেশ দাস (সিপিএম)
বনগাঁ উত্তর: পীযূষ কান্তি সাহা (সিপিএম)
বনগাঁ দক্ষিণ: তাপস কুমার বিশ্বাস (সিপিএম)। পূর্ব ঘোষিত অসুস্থতার কারণে অব্যাহতি চান। তাঁর বদলেই নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হল।
উলুবেড়িয়া উত্তর: অশোক দলুই (সিপিএম)
মন্তেশ্বর: অনুপম ঘোষ (সিপিএম)

আবার কংগ্রেসের তরফ থেকে দু’টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। কালচিনি থেকে প্রার্থী অভিজিৎ নার্জিনারি এবং ফলতার প্রার্থী হয়েছেন আবদুর রেজ্জাক মোল্লা।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version