Friday, December 5, 2025

ভোট প্রচারে বিজেপিকে তুলোধনা করে ৮ বছর পর মামা বাড়িতে দেব

Date:

Share post:

তাঁর দলবদল নিয়ে জল্পনার অন্ত ছিল না। কিন্তু সকলকে ভুল প্রমাণ করে তৃণমূলের ( TMC) হয়ে প্রচারে ঝড় তুলেছেন অভিনেতা (Actor) সাংসদ (MP) দেব (Dev)। ঘাটালের সাংসদের নিশানায় বিজেপি ও কেন্দ্রীয় সরকার। তাঁর কথায়, ”যাঁরা ধর্ম নিয়ে খেলা করে, বাংলায় তাঁদের খেলা শেষ হবে”। বুধবার, পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিক্রমচন্দ্র প্রধানের প্রচারে গিয়ে এমনই মন্তব্য করেন দেব।

এখানেই শেষ নয়, এদিন কর্মসংস্থানের প্রতিশ্রুতি নিয়েও বিজেপিজে কটাক্ষ করতে ছাড়েননি টলিউডের শীর্ষ অভিনেতা। কয়েক হাজার জনতার ভিড়ে দাঁড়িয়ে দেব বলেন, ”মানুষকে আর বোকা বানানো যাবে না। যে দলের নেতা-নেত্রী মানুষের হয়ে কাজ করবেন তাঁকেই ভোট দেওয়া উচিত। এখন কেউ কেউ সোনার বাংলা গড়ার স্লোগান দিচ্ছেন। সোনার বাংলা হলে আমাদের প্রত্যেকের লাভ। কিন্তু আমার প্রশ্ন, যাঁরা আজকে সোনার বাংলা গড়বেন বলছেন, ২০১৪ সালে তাঁরাই বলেছিলেন সোনার চিড়িয়া বানানোর কথা।”

এরপর কেন্দ্রকে কটাক্ষ করে দেব বলেন, ”সাত বছর হয়ে গেল দেশের অর্থনীতির অবস্থা গত ৭০ বছরের থেকেও খারাপ। এরাই আবার বলছেন সোনার বাংলা গড়বেন? বিজেপি বছরে দুই কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল। আমিও চাই চাকরি হোক। গুগল সার্চ করে দেখে নিন, দেশের বেকারত্বের হার গত ৫০ বছরের থেকেও খারাপ হয়েছে। নির্বাচনের আগে চাকরির দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। বাংলার মানুষ শান্তিতে থাকতে চান। মানুষের জন্য উন্নয়ন হোক, এইটা নিয়েই খেলা হবে।”

এদিকে প্রচারের মাঝেই দীর্ঘ ৮ বছর পর তারকা ভাগ্নেকে কাছে পেয়ে আপ্লুত মামা। আর আদরের ভাগ্নেকে পাশে বসিয়ে খাওয়াতে পেরে যারপরনাই খুশি মামিও। আসলে আট বছর পর চন্দ্রকোনা (Chandrakona) শহরে মামাবাড়ি গেলেন দেব (Dev)।

ভাগ্নে আসছেন জেনে মামা নারায়ণ মুখোপাধ্যায় আগে থেই সব ব্যবস্থা করে রেখেছিলেন। ২০১৩ সালে শেষবার মামাবাড়ি এসেছিলেন দেব। তারপর এই আসা। স্বাভাবিক ভাবেই আদরযত্নে ভেসে গেলেন তিনি। ভাগ্নের জন্য মধ্যাহ্নভোজের এলাহি আয়োজন করেছিলেন মামি মিতা মুখোপাধ্যায়। মেনুতে ছিল সাদা ভাত, শাকভাজা, আলুভাজা, উচ্ছেভাজা, পোস্তর বড়া, বেগুনভাজা, পটলভাজা, সোনামুগের ডাল, নবরত্ন, মাটন, চিকেন, রুটি। শেষ পাতে ছিল দই, মিষ্টি, ফ্রুট চাটনি।

আরও পড়ুন- “বামপন্থী” পাপিয়া গেরুয়া প্রার্থী! ফের বিদ্রোহের আগুন বিজেপির অন্দরে

Advt

spot_img

Related articles

সুপ্রিম নির্দেশের দুদিন পরেও চুপ কেন্দ্র! ফের মামলা করার পর শুক্রে দেশে ফিরলেন সোনালি

কেন্দ্রের ঔদ্ধত্যের চরম নিদর্শনের সাক্ষী বীরভূমের সোনালি খাতুন। সুপ্রিম কোর্টের এক দিন নয়, দুদিন ধরে নির্দেশ দিয়েছে বাংলাদেশে...

আইএসএল আয়োজন নিয়ে বড় সিদ্ধান্ত ক্লাব জোটের, শুধু ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

দেশের শীর্ষ লিগ নিজেদের উদ্যোগে চালানোর জন্য এআইএফএফ ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে সম্মিলিত চিঠি পাঠাল আইএসএলের ১৩টি ক্লাব(ISL Clubs)।...

বাংলা বলায় বাংলাদেশে পুশ ব্যাক: লোকসভায় প্রসঙ্গ তুলতেই বন্ধ করা হল শতাব্দীর মাইক!

তাঁরই লোকসভা ক্ষেত্রের বাসিন্দা সোনালি খাতুন। বৈধ ভারতীয় হওয়া সত্ত্বেও বিজেপির ডবল ইঞ্জিন সরকার তাঁকে ও তাঁর পরিবারকে...

রাশিয়ার সহযোগিতায় ভারতে সবথেকে বড় পারমাণবিক প্রকল্প: ঘোষণা পুতিনের

পারমাণবিক পরীক্ষার কথা ঘোষণা করে সম্প্রতি গোটা বিশ্বকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।...