Thursday, August 28, 2025

থাকছে সোফা, ফ্রিজ, এলইডি স্ক্রীন, ভোট প্রচারে বিলাসবহুল গাড়ি পেলেন দিলীপ

Date:

পাখির চোখ নীল বাড়ি। আর সেই লক্ষ্যে ইতিমধ্যে কোমর বেঁধে নেমে পড়েছে গেরুয়া শিবির। ভোট প্রচারে রাজ্য নেতৃত্বের যাতে কোনওরকম সমস্যা না হয় সেদিকটাও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে দিল্লি বিজেপি। হাইভোল্টেজ তৃণমূল(TMC) নেতাদের বিজেপিতে(BJP) যোগ দেওয়ানোর জন্য গেরুয়া বাহিনী পাঠানোর চাটার্ড প্লেন(chartered plane) ইতিমধ্যেই দেখেছে বাংলা। রাজ্য বিজেপি সভাপতির ভোট প্রচারের জন্য দিল্লি থেকে এসেছে ব্যক্তিগত হেলিকপ্টার(helicopter)। সেই ধারা অব্যাহত রেখে এবার দিলীপ ঘোষের(Dilip Ghosh) জন্য বিলাসবহুল গাড়ির ব্যবস্থা করল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশে তৈরি হওয়া এই অত্যাধুনিক হাইটেক গাড়ি ইতিমধ্যেই চলে এসেছে বাংলায়। দিলীপ ঘোষের প্রচারের জন্য ব্যবহার করা হবে গাড়িকে। এই গাড়ি প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি জানান, সভা করার পাশাপাশি অত্যাধুনিক এই গাড়ির ভিতরে থাকছে টিভি, আরামদায়ক সোফা, এমনকি গাড়ির ভেতরেই রাখা হচ্ছে ফ্রিজের ব্যবস্থা। এছাড়াও গাড়ির ভেতর থাকছে এলইডি স্ক্রিন ও এলিভেটেড প্ল্যাটফর্মও রাখা হয়েছে। সব মিলিয়ে ভোটের প্রচারে এমন বিলাসবহুল গাড়ি এর আগে কখনো দেখেনি বাংলা।

আরও পড়ুন:২ কেন্দ্রে ভোটার শুভেন্দু: তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ কমিশনের

বিজেপি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকেই এই গাড়ি নিয়ে শুরু হবে প্রচার। আরামবাগে চারজন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিচ্ছেন। সেখানে এই গাড়িতে করেই যাবেন দিলীপ ঘোষ। এরপর আরামবাগে রোড শো এবং সভা করার কথা রয়েছে রাজ্য বিজেপি সভাপতি। প্রসঙ্গত, বঙ্গ রাজনীতিতে বিলাসবহুল ব্যবস্থাপনার টুকরো ছবি ইতিমধ্যেই বাংলায় তুলে ধরেছে গেরুয়া শিবির। তৃণমূলের দল ত্যাগী নেতৃত্বকে দিল্লিতে বিজেপিতে যোগদান করাতে এই বাংলায় চার্টার্ড প্লেন পাঠিয়েছিল নাড্ডারা। পাশাপাশি শুধুমাত্র দিলীপ ঘোষ যাতে নির্বিঘ্নে বাংলার নানা জায়গায় প্রচার করতে পারেন সেদিকে খেয়াল রেখে শুধুমাত্র দিলীপ ঘোষের জন্য পাঠানো হয়েছে একটি হেলিকপ্টার। এবার রাজ্য সভাপতির প্রচারের জন্য বিলাসবহুল গাড়ি উপহার দিল কেন্দ্রীয় নেতৃত্ব।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version