২ কেন্দ্রে ভোটার শুভেন্দু: তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ কমিশনের

তৃণমূল (Tmc) কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। ভুল তথ্য দেওয়ার অভিযোগে নন্দীগ্রামের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) বিরুদ্ধে কমিশনে অভিযোগ করে তৃণমূল। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই জেলাশাসক ও রিটার্নিং অফিসারের থেকে রিপোর্ট তলব করেছে কমিশন।

শাসকদলের তরফ থেকে অভিযোগ করা হয়, নন্দীগ্রামের (Nandigram) বিজেপির (Bjp) প্রার্থী হলদিয়া (Haldia) এবং নন্দীগ্রাম দু-জায়গার ভোটার। কিন্তু এক ব্যক্তি দু জায়গায় কীভাবে ভোটার হতে পারেন? এ বিষয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। তারপরে এ বিষয়ে তদন্ত করে নির্বাচন কমিশন। বিজেপি নেতার নাম ভোটার তালিকায় দু জায়গায় আছে কি না সে বিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এবং রিটার্নিং অফিসারের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। এখন পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটাই দেখার।

Advt

Previous articleচৌরঙ্গিতে সন্তোষ পাঠক, ভবানীপুরে প্রদীপ প্রসাদ, কংগ্রেস তালিকা বৃহস্পতিবারই
Next articleথাকছে সোফা, ফ্রিজ, এলইডি স্ক্রীন, ভোট প্রচারে বিলাসবহুল গাড়ি পেলেন দিলীপ