বিজেপি তালিকায় আরও এক সাংসদ, প্রার্থী হতে চলেছেন শান্তনু ঠাকুরও

আরও এক সাংসদকে প্রার্থী করছে বিজেপি৷ গেরুয়া ব্রিগেডের ৪ সাংসদ, স্বপন দাশগুপ্ত, লকেট চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, নিশীথ প্রামানিকের নাম আগেই ঘোষিত হয়েছে৷ পরে জানা গিয়েছে সাংসদ জগন্নাথ সরকারের নামও প্রার্থী হিসাবে চূড়ান্ত হয়েছে৷

এবার মতুয়া গোষ্ঠীর ভোট পেতে আরও এক সাংসদকে ভোট ময়দানে নামাচ্ছে গেরুয়া শিবির৷ বৃহস্পতিবার সকালের খবর, মতুয়া-ভোট নিশ্চিত করতে প্রার্থী করা হচ্ছে সাংসদ শান্তনু ঠাকুরকে (Santanu Thakur)। সূত্রের খবর, শান্তনুর নাম ভাবা হয়েছে হাবড়া অথবা গাইঘাটা আসনের জন্য৷

মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কিছুদিন আগে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন শান্তনু ঠাকুর। তাঁকে ‘তুষ্ট’ করতে বিজেপি নেতারা একাধিকবার শান্তনু ঠাকুরের কাছে গিয়েছিলেন। কিছুটা নরমও হয়েছিলেন এই সাংসদ৷ তখন শোনা গিয়েছিলো, শান্তনুকে মন্ত্রী করতে পারে বিজেপি। কিন্তু এর মধ্যেই এসে পড়েছে বিধানসভার ভোট। তাই মতুয়া সমাজের অন্যতম শীর্ষ-মুখ শান্তনু ঠাকুরকে সামনে রেখে মতুয়া (Matua) ভোটব্যাঙ্ক দখল করতে চায় বিজেপি৷ শীর্ষ নেতৃত্ব তাই শান্তনুকে প্রার্থী করতে আগ্রহী মতুয়া ভোটের সিংহভাগ পক্ষে আনতে৷
তবে, দিল্লিতে শীর্ষনেতৃত্ব শান্তনুর নাম পাকা করলেও জানা যায়নি শান্তনু ঠাকুর নিজে এই সিদ্ধান্তে রাজি হয়েছেন কি’না৷
প্রসঙ্গত, হাবড়ায় শান্তনুকে প্রার্থী করলে, তাঁকে লড়তে হবে তৃণমূলের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ৷ গত বিধানসভা ভোটে এই আসনে শোচনীয় ফল করেছিলো বিজেপি। জ্যোতিপ্রিয় মল্লিক ১,০১,২৪৬ ভোট পেয়েছিলেন। বিজেপি প্রার্থী গোবিন্দ দাস পান মাত্র ২২, ৯৪৯ ভোট। অবশ্য লোকসভা ভোটে এই হাবড়া বিধানসভাতেই অনেকখানি পিছিয়ে ছিলো তৃণমূল। সে কারনেই হাবড়া কেন্দ্রে শান্তনু ঠাকুরের নাম চূড়ান্ত হতে পারে৷

Advt

Previous articleইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে শ্রী সিমেন্টের সাড়ে তিন ঘণ্টার বৈঠকের পরও মিলল না কোনও সমাধান সূত্র
Next articleশুভেন্দুর সভাকে ঘিরে ব্যাপক উত্তেজনা, তৃণমূল-বিজেপি সংঘর্ষে রক্তাক্ত নন্দীগ্রাম