Saturday, August 23, 2025

দাদার সঙ্গে কথা হলেও রাজবাড়ির অন্তর্দন্দ্ব মিটল না

Date:

Share post:

হ্যারি ও মেগান-এর সঙ্গে বাকিংহাম প্যালেসের অন্তর্দন্দ্ব নিয়ে আলোচনা করতে গেলেও তা ফলপ্রসু হল না। হ্যারির সঙ্গে কথা হয়েছে দাদা উইলিয়ামের। কিন্তু তাতেও জট কাটেনি। এমনটাই দাবি করছেন, হ্যারি ও তার স্ত্রীর ঘনিষ্ট বন্ধু গেইল কিং। সম্প্রতি রাজপরিবারের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে ওপরা উইনফ্রের একটি অনুষ্ঠানে খোলাখুলি আলোচনা করেন হ্যারি ও মেগান। সেখানেই রাজপরিবারের বর্ণবিদ্বেষের কথাটি তুলে ধরেন মেগান। আর তারপর থেকেই নড়েচড়ে বসে রাজপরিবারের সদস্যরা।

হ্যারি ও মেগানের রাজপরিবার ছেড়ে চলে আসার কারণ ৪৮ ঘন্টার মধ্যেই খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছিলেন হ্যারি দাদা উইলিয়াম। বাকিংহামের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, বিষয়টি খতিয়ে দেখবে তারা। গত বৃহস্পতিবার এইনিয়ে সাংবাদিকদের উইলিয়াম অবশ্য জানান, তাঁর সঙ্গে ভাই হ্যারির কথা হয়নি। পাশাপাশি তিনি এও জানান, ব্রিটেনের রাজপরিবার বর্ণবিদ্বেষী একেবারেই নয়। অন্যদিকে সংবাদমাধ্যমের সঞ্চালিকা হ্যারি-মেগানের ঘনিষ্ট বন্ধু গেইলের দাবি, সপ্তাহের শুরুতেই দুইভাইয়ের মধ্যে কথা হয়েছে। শুধু তাই নয় যুবরাজ চার্লসের সঙ্গেও কথা হয়েছে। তবে তাতে চিঁড়ে ভেজেনি। প্রিন্স উইলিয়ামের দফতর অর্থ্যাৎ কেনসিংটন প্রাসাদের তরফে অবশ্য এবিষয়ে কিছু জানানো হয়নি।

Advt

spot_img

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...