ক্ষতি সামলে ফের চাঙ্গা শেয়ারবাজার, ৬৪১ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৪৯,৮৫৪.২৪ (⬆️ ১.৩০%)

🔹নিফটি ১৪,৭৪৪.০০ (⬆️ ১.২৮%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে মাঝে কিছুটা পতন ঘটলেও ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। অতীতের ধাক্কা সামলিয়ে শুক্রবার চড়চড়িয়ে বাড়ল দেশের শেয়ারবাজার। এক ধাক্কায় ৬৪১ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১৮৬ পয়েন্ট।

আরও পড়ুন:১৫০০ মাদ্রাসায় ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ তৈরির নির্দেশ

শুক্রবার বাজার খোলার পর থেকেই ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের দুর্দশা কাটিয়ে ৬৪১ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৬৪১.৭২ পয়েন্ট বা ১.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৮৫৪.২৪। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, শুক্রবার ১৮৬.১৫ পয়েন্ট বা ১.২৮ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,৭৪৪.০০।

Advt

Previous articleপুকুর খননের সময় বেরিয়ে এল বিষ্ণুমূর্তি, যার দাম শুনলে চমকে উঠবেন
Next articleসব রকমের সহযোগিতা করতে প্রস্তুত, ইডির দফতর থেকে বেরিয়ে বললেন মদন মিত্র