৭ দিন পর প্রথম দফার ভোট, কংগ্রেসের ‘মহা তারকা’ প্রচারকদের খুঁজছেন প্রার্থীরা

রাজ্যে প্রথম দু’দফায় মোট ৬০ আসনের ভোটগ্রহণ যথাক্রমে ২৭ মার্চ এবং ১ এপ্রিল৷ এরঅর্থ, বাংলায় প্রথম দফার ভোটের বাকি আর মাত্র ৭ দিন৷

এআইসিসি’র (AICC) সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল গত ১২ মার্চ ঘটা করে পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম দফার নির্বাচনের জন্য কংগ্রেসের ৩০ জন ‘তারকা-প্রচারক’ বা ‘স্টার-ক্যাম্পেনার’-এর (star campaigner) নাম ঘোষণা করেছিলেন৷ কার নাম নেই তালিকায় ? সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মনমোহন সিং, তিন রাজ্যের মুখ্যমন্ত্রী, শচীন পাইলট, সূরযেওয়ালা, নভজ্যোত সিধু, মহম্মদ আজহারউদ্দিন-সহ গাদা গাদা তারকা৷ আছেন অধীর চৌধুরি, প্রদীপ ভট্টাচার্য, দীপা দাসমুন্সি, আবদুল মান্নান-রাও৷
ভেনুগোপাল জানিয়েছিলেন, ‘তারকা-প্রচারক’-দের এই তালিকা শুধুই প্রথম দফার ভোটের জন্য৷ বাকি ৭ দফার জন্য এই প্রচারক-তালিকা নয়৷

প্রথম দুই পর্যায়ে যে ৬০ আসনে ভোট হবে, তার মধ্যে ১৩ আসনে লড়ছে কংগ্রেস (CONGRESS) ৷ প্রথম পর্যায়ের ৩০ আসনের মধ্যে পুরুলিয়া, এগরা, ভগবানপুর, বাঘমুণ্ডি, বলরামপুর কেন্দ্রে সংযুক্ত মোর্চার তরফে কংগ্রেস লড়ছে৷ দ্বিতীয় পর্যায়ে কংগ্রেস প্রার্থী দিয়েছে, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, ময়না, খড়্গপুর-সদর, বিষ্ণুপুর, কোতুলপুর,
সবং কেন্দ্রে৷ এই সব কেন্দ্রের কংগ্রেস প্রার্থীরা নিজেদের সাধ্যানুসারে প্রচারে নেমে পড়েছেন৷ ছোটখাটো সভা- সমাবেশও করছেন৷ কিন্তু ওই সব কেন্দ্রের দলীয় কর্মীদের প্রশ্ন, এআইসিসি প্রথম দফার জন্য যে ‘তারকা-প্রচারক’-দের নাম ঘোষণা করেছে, তাঁরা কোথায় ? ভোটের বাকি ৭ দিন, প্রচার করা যাবে আর মাত্র ৫ দিন, কোথায় তারকারা ? কোথায় প্রদেশ নেতৃত্ব ? যদি প্রথম দফার জন্য ওই ৩০ কেন্দ্রীয় ‘মহা-প্রচারক’- দের, বিশেষত দিল্লির নেতাদের দেখাই না পাওয়া যায়, তাহলে এআইসিসি ওই তালিকা ঘোষণা করেছে কেন ?

এই প্রশ্নের জবাব কেউ দেয়নি৷ এই ১৩জন প্রার্থীর অনেকেই অভিযোগ করেছেন, “কংগ্রেস নেতারা ধরেই নিয়েছেন আমরা কেউই লড়াই দিতে পারবো না৷ কংগ্রেস মানে মুর্শিদাবাদ আর মালদা৷ তাই ওখানকার প্রার্থীরাই কুলীন, আমরা নেহাতই ব্রাত্য৷ তাই মাঝেমধ্যে নেতারা ফোন করে খবর নিয়েই দায় সারছেন”৷

আরও পড়ুন:‘ক্ষমতায় এলে CAA লাগু হতে দেব না’, অসমে ভোট প্রচারে ৫ প্রতিশ্রুতি রাহুলের

প্রথম দফার ৩০ আসনে দলীয় প্রার্থীদের জন্য দাপিয়ে প্রচার করে চলেছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী! তার মাঝে টিমটিম করে জ্বলছে কংগ্রেস৷ মহাতারকা- প্রচারকরা এখনও ধরাছোঁয়ার বাইরে৷ কী হবে ভোটের ফল ?

Advt

Previous articleঅভিনব এক প্রতিযোগিতা, কারা হলেন ‘মিস্টার মিস অ্যান্ড মিসেস বেঙ্গল ২০২১’?
Next articleবিজেপির সর্বত্র বিক্ষোভ, অপছন্দের প্রার্থীদের বাড়ি ঘেরাও আদি কর্মীদের