Sunday, May 4, 2025

à§­ দিন পর প্রথম দফার ভোট, কংগ্রেসের ‘মহা তারকা’ প্রচারকদের খুঁজছেন প্রার্থীরা

Date:

রাজ্যে প্রথম দু’দফায় মোট ৬০ আসনের ভোটগ্রহণ যথাক্রমে ২৭ মার্চ এবং à§§ এপ্রিল৷ এরঅর্থ, বাংলায় প্রথম দফার ভোটের বাকি আর মাত্র à§­ দিন৷

এআইসিসি’র (AICC) সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল গত ১২ মার্চ ঘটা করে পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম দফার নির্বাচনের জন্য কংগ্রেসের ৩০ জন ‘তারকা-প্রচারক’ বা ‘স্টার-ক্যাম্পেনার’-এর (star campaigner) নাম ঘোষণা করেছিলেন৷ কার নাম নেই তালিকায় ? সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মনমোহন সিং, তিন রাজ্যের মুখ্যমন্ত্রী, শচীন পাইলট, সূরযেওয়ালা, নভজ্যোত সিধু, মহম্মদ আজহারউদ্দিন-সহ গাদা গাদা তারকা৷ আছেন অধীর চৌধুরি, প্রদীপ ভট্টাচার্য, দীপা দাসমুন্সি, আবদুল মান্নান-রাও৷
ভেনুগোপাল জানিয়েছিলেন, ‘তারকা-প্রচারক’-দের এই তালিকা শুধুই প্রথম দফার ভোটের জন্য৷ বাকি à§­ দফার জন্য এই প্রচারক-তালিকা নয়৷

প্রথম দুই পর্যায়ে যে ৬০ আসনে ভোট হবে, তার মধ্যে ১৩ আসনে লড়ছে কংগ্রেস (CONGRESS) ৷ প্রথম পর্যায়ের ৩০ আসনের মধ্যে পুরুলিয়া, এগরা, ভগবানপুর, বাঘমুণ্ডি, বলরামপুর কেন্দ্রে সংযুক্ত মোর্চার তরফে কংগ্রেস লড়ছে৷ দ্বিতীয় পর্যায়ে কংগ্রেস প্রার্থী দিয়েছে, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, ময়না, খড়্গপুর-সদর, বিষ্ণুপুর, কোতুলপুর,
সবং কেন্দ্রে৷ এই সব কেন্দ্রের কংগ্রেস প্রার্থীরা নিজেদের সাধ্যানুসারে প্রচারে নেমে পড়েছেন৷ ছোটখাটো সভা- সমাবেশও করছেন৷ কিন্তু ওই সব কেন্দ্রের দলীয় কর্মীদের প্রশ্ন, এআইসিসি প্রথম দফার জন্য যে ‘তারকা-প্রচারক’-দের নাম ঘোষণা করেছে, তাঁরা কোথায় ? ভোটের বাকি à§­ দিন, প্রচার করা যাবে আর মাত্র à§« দিন, কোথায় তারকারা ? কোথায় প্রদেশ নেতৃত্ব ? যদি প্রথম দফার জন্য ওই ৩০ কেন্দ্রীয় ‘মহা-প্রচারক’- দের, বিশেষত দিল্লির নেতাদের দেখাই না পাওয়া যায়, তাহলে এআইসিসি ওই তালিকা ঘোষণা করেছে কেন ?

এই প্রশ্নের জবাব কেউ দেয়নি৷ এই ১৩জন প্রার্থীর অনেকেই অভিযোগ করেছেন, “কংগ্রেস নেতারা ধরেই নিয়েছেন আমরা কেউই লড়াই দিতে পারবো না৷ কংগ্রেস মানে মুর্শিদাবাদ আর মালদা৷ তাই ওখানকার প্রার্থীরাই কুলীন, আমরা নেহাতই ব্রাত্য৷ তাই মাঝেমধ্যে নেতারা ফোন করে খবর নিয়েই দায় সারছেন”à§·

আরও পড়ুন:‘ক্ষমতায় এলে CAA লাগু হতে দেব না’, অসমে ভোট প্রচারে ৫ প্রতিশ্রুতি রাহুলের

প্রথম দফার ৩০ আসনে দলীয় প্রার্থীদের জন্য দাপিয়ে প্রচার করে চলেছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী! তার মাঝে টিমটিম করে জ্বলছে কংগ্রেস৷ মহাতারকা- প্রচারকরা এখনও ধরাছোঁয়ার বাইরে৷ কী হবে ভোটের ফল ?

Related articles

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

৪ মে রবিবার ২০২৫১ গ্রাম        ১০ গ্রামপাকা সোনার বাট       ৯৩৯০ ₹    ৯৩৯০০...

আইরিশ গাল্রফ্রেন্ডের সঙ্গে নতুন পথ চলা শুরু শিখর ধওয়ানের

নতুন সম্পর্কের পথে চলা শুরু শিখর ধওয়ানের(Shikhar Dhawan)। হ্যাঁ কয়েকদিন আগে তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে সেই কথা জানিয়ে...

রাষ্ট্রপতি শাসন! রাজ্যপালের সামশেরগঞ্জ-রিপোর্ট বিজেপি-কে খুশি করতে, তোপ তৃণমূলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির প্রায় একমাস পার। জনজীবন স্বাভাবিক করে স্থানীয় মানুষ নিত্যদিনের কাজ থেকে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক করেছে।...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৪ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version