Thursday, November 13, 2025

ভোটের মাঝেই তাণ্ডব শুরু হতে পারে রাজ্যে। ঘূর্ণিঝড়ের তাণ্ডব। পশ্চিমবঙ্গে ভোট শুরু হচ্ছে ২৭ মার্চ থেকে। তার মধ্যেই ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখতে পারেন রাজ্যবাসী। ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে তার নাম হবে ‘টাউকটে’। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১ এপ্রিল তৈরি হতে পারে ঘূর্ণিঝড়টি। তবে সে ঝড়টি কতটা শক্তিশালী হবে এবং কোথায় গিয়ে আছড়ে পড়বে তা জানায়নি আবহাওয়াবিদরা।

আবহাওয়া দফতর জানিয়েছে, মার্চ মাসের শেষের দিকে অর্থাৎ ২৯ মার্চ বঙ্গোপসাগরে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত। তা ১ এপ্রিল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ৩ – ৪ এপ্রিল আছড়ে পড়বে উপকূলে। মার্চের শেষে সেই সময় সাগরপৃষ্ঠের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস পার করবে। যা ঘূর্ণিঝড় তৈরির জন্য আদর্শ। এছাড়া বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ পাবে।

আরও পড়ুন : রবীন্দ্রনাথের বিরোধিতায় সিঙ্গুরে গেরুয়া অনশন, শমীক নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বে রক্তাক্ত বিজেপি

হাওয়া অফিস জানিয়েছে, ওড়িশা থেকে মায়ানমারের মধ্যে কোথাও ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। ৩-৪ এপ্রিল পশ্চিমবঙ্গ উপকূলেও আছড়ে পড়তে পারে এই ঝড়।

আবহবিদদের মতে, ঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬৫ – ৭৫ কিলোমিটার। গতিবেগ বৃদ্ধি পেয়ে ৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছতে পারে। আবহবিদরা জানাচ্ছেন, ঝড়টি আরও শক্তিশালী হতে পারে। কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় দেড়শো কিলোমিটার।

Related articles

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...
Exit mobile version