No vote for BJP: সিপিআইএম-মাওবাদীদের তৃণমূলে ভোট দেওয়ার আর্জি মমতার

বিজেপিকে (Bjp) একটি ভোট দেওয়া মানে সর্বনাশ। বিজেপিকে একটি ভোট দেওয়া মানে বিসর্জন, তৃণমূলকে (Tmc) ভোট দেওয়া মানে উন্নয়ন। পূর্ব মেদিনীপুরের পটাশপুর এবং মেচেদার সভা থেকে তীব্র আক্রমণ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) তিনি বলেন, “No vote for BJP”। তিনি সিপিআইএম (Cpim) ও মাওবাদীদের কাছে আবেদন জানান তৃণমূলকে ভোট দিতে। তিনি বলেন, “সিপিএমের বন্ধুদের বলছি ভোটটা নষ্ট করবেন না। তৃণমূলে দিন আগামী দিনে আমরাই ক্ষমতায় আসব”।

পটাশপুরের সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, “কেন্দ্র গ্যাসের দাম বাড়িয়েছে। বিনামূল্যে চাল পেলেও রান্না করবেন কীভাবে?”

“এই ভোটটা নিছক ভোট নয়। এটা বাংলা থেকে বহিরাগতদের উঠিয়ে দেওয়ার লড়াই। এই বিজেপি শুধু বিজেপি নয়। এরা রাবণের দল, মেয়েদের উপর অত্যাচারকারী দল, দাঙ্গাবাজ দল” বলেন তৃণমূল নেত্রী।

তৃণমূল আবার ক্ষমতায় এলে তার সরকার কী কী জনকল্যাণমূলক কাজ করবে সে খতিয়ান তুলে ধরেন মমতা। দুয়ারের রেশন থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষকদের অনুদান ১০ হাজার টাকা করে দেওয়া প্রকল্পের কথা তুলে ধরেন তিনি।

আরও পড়ুন:প্রতিবাদ: বিধানসভা নির্বাচনে একটি কেন্দ্রে প্রার্থী হলেন ১০০০ বিক্ষুব্ধ কৃষক

Advt

Previous articleপ্রতিবাদ: বিধানসভা নির্বাচনে একটি কেন্দ্রে প্রার্থী হলেন ১০০০ বিক্ষুব্ধ কৃষক
Next articleএখনই সোশ্যাল মিডিয়ায় নজরদারির জন্য নিয়ন্ত্রক নয়, জানাল কেন্দ্র