মেট্রো ডেয়ারি মামলায় এবার বিপি গোপালিকাকে নোটিশ 

মেট্রো ডেয়ারি (Metro Dairy) হস্তান্তর মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) এবার আইপিএস বিপি গোপালিকাকে (B P Gopalika) তলব করল। রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রকের সচিব পদে ছিলেন গোপালিকা। সংশ্লিষ্ট দফতরের মাধ্যমেই মেট্রো ডেয়ারি হস্তান্তরের প্রক্রিয়া হয়েছিল। তাই এই মামলায় সরাসরি তাকেই জেরা করতে চায় ইডি। আগামী ২৪ মার্চ হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এই মামলায় নোটিস দেওয়া হয়েছে আরও দু জন আইএএস অফিসারকে। আগামী ২২ মার্চ আইএএস এইচপি দ্বিবেদী এবং আইএএস রাজীব কুমারকে ইডি-র দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছ।

২০১৭ থেকে এই মামলার তদন্ত করছে ইডি। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর করা মমালার ভিত্তিতেই এই তদন্ত শুরু হয়। তাঁর দাবি ছিল, সংস্থাটিকে সুবিধা করে দিতেই সরকারি প্রকল্পের বিপুল ক্ষতি করেছে রাজ্য সরকার। আরও অভিযোগ ছিল, কেভেন্টার্স সংস্থাকে মেট্রো ডেয়ারি হস্তান্তর করার ক্ষেত্রে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল। নিয়মের বাইরে গিয়ে কম দামে মেট্রো ডেয়ারির শেয়ার কিনে নেয় কেভেন্টার্স। সংশ্লিষ্ট দফতরের সচিব থাকার জন্য বিপি গোপালিকাকে জিজ্ঞাসাবাদ করবে ইডি। ইডি সূত্রে খবর, তাঁর কাছে জানতে চাওয়া হবে, কেন শেয়ার কেনার সময় শুধুমাত্র কেভেন্টার্সকেই ডাকা হয়েছিল । সাধারণত, যে সংস্থা বেশি টাকা দেয় তাদেরকেই শেয়ার হস্তান্তর করা হয়। কিন্তু এ ক্ষেত্রে শুধুমাত্র কেভেন্টার্সই ছিল। ফলে প্রশ্ন উঠছে এই হস্তান্তরের জন্য কোনও রাজনৈতিক চাপ বা কোনও প্রভাবশালী ব্যক্তির চাপ ছিল কী না। এই সমস্ত বিষয় ইডি আধিকারিকরা খতিয়ে দেখবেন বলে জানানো হয়েছে।

Advt

Previous articleপ্রার্থী নিয়ে অসন্তোষ, বিজেপির সব পদ থেকে ইস্তফা সৌরভের
Next articleঅবাধ-শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে আজ ফের কমিশনে যাচ্ছেন সৌগতরা