প্রার্থী নিয়ে অসন্তোষ, বিজেপির সব পদ থেকে ইস্তফা সৌরভের

বৃহস্পতিবার ১৪৮টি কেন্দ্রের প্রার্থীতালিকা ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী তালিকা প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই বিজেপির সব পদ থেকে ইস্তফা দিলেন সৌরভ শিকদার। যদিও তার সাফাই, এর সঙ্গে প্রার্থী পদের কোন সম্পর্ক নেই। বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক পদ থেকেও ইস্তফা দিয়েছেন প্রাক্তন বিজেপি নেতা তপন সিকদারের আত্মীয় সৌরভ। আসানসোলে দলের পর্যবেক্ষকে পদেও ইস্তফা দিয়েছেন তিনি। সৌরভ জানিয়েছেন, সমস্ত পদ থেকে ইস্তফা দিলেও এখনই তিনি দল ছাড়ছেন না।
আসলে প্রার্থী তালিকা ঘোষণার পরেই জেলা জেলায় ফের বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। দুর্গাপুর , পাণ্ডবেশ্বর,জগদ্দলে প্রার্থী নিয়ে অসন্তোষ চরমে পৌঁছেছে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। দলের কার্যালয় ভাঙচুর করতেও পিছপা হচ্ছেন না বিজেপি কর্মী সমর্থকরা। কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করে দেখানো হয়েছে বিক্ষোভ। এর আগেও হেস্টিংসে বিজেপির সদর কার্যালয়ের সামনে প্রার্থী অসন্তোষে বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা।

Previous articleফেসবুক খুঁজে দলীয় প্রার্থীকে চিনতে হলো বিজেপি জেলা সভাপতির! কোথায় জানেন?
Next articleমেট্রো ডেয়ারি মামলায় এবার বিপি গোপালিকাকে নোটিশ