Thursday, August 28, 2025

বিজেপির প্রার্থী পদ ফেরাতেই শিখার সিদ্ধান্তের প্রশংসা করে সোনিয়ার ফোন

Date:

সোমেন মিত্রর(Somen Mitra) মৃত্যুর পর কংগ্রেসের অন্দরে খানিক কোণঠাসা হয়ে পড়েছিলেন শিখা মিত্র(Shikha Mitra) ও তার পুত্র। সোমেনের মৃত্যুতে রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয় অধীর রঞ্জন চৌধুরীকে(Adhir Chaudhary)। এই সুযোগটাকে ব্যবহার করেই পাশা ঘোরাতে চেয়েছিল বিজেপি(BJP)। তবে বিজেপি প্রার্থী হিসেবে শিখার নাম ঘোষণার পর সঙ্গে সঙ্গেই তার তীব্র বিরোধিতা করতে দেখা যায় শিখা মিত্রকে। শিখার এহেন সিদ্ধান্তের পর দিল্লি থেকে তাকে ফোন করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী(Sonia Gandhi)। প্রায় মিনিট ১৫ কথা বলে শিখার সিদ্ধান্তের প্রশংসা করেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে ১৪৮ টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। সেখানে চৌরঙ্গী কেন্দ্র থেকে প্রয়াত প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর স্ত্রীকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। বিষয়টি জানার পর এক মুহূর্ত সময় নষ্ট করেনননি ওই কংগ্রেস নেত্রী। সঙ্গে সঙ্গে জানিয়ে দেন তিনি কোনওদিন বিজেপিতে যোগ দেননি। এবং বিজেপির প্রার্থী হতে চান না তিনি। তার এহেন ভিডিওবার্তা প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই মুখ পোড়ে গেরুয়া শিবিরের। এরপরই শিখার সিদ্ধান্তের প্রশংসা করে তাকে ফোনে ধরেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। মিনিট ১৫ কথোপকথন হয় তাদের মধ্যে।

আরও পড়ুন:বিজেপির সর্বোচ্চস্তর থেকে আমন্ত্রণ পাওয়ার কথা মানলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু

উল্লেখ্য, সোমেন মিত্রের মৃত্যুর পর বঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ দেওয়া হয় অধীর রঞ্জন চৌধুরীকে। এই ঘটনার পর প্রকাশ্যে অধীরের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় সোমেন পুত্রকে। এর কিছুদিন পর শিখা মিত্রের বাড়ি যান শুভেন্দু অধিকারী। তখন থেকেই শিখার বিজেপি যোগের জল্পনা তুঙ্গে ওঠে। তবে বিজেপিতে অবশ্য যোগ দেননি শিখা। বৃহস্পতিবার বিজেপি হঠাৎ তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করার পর কার্যত মুখ পোড়ে গেরুয়া শিবিরের।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version