প্রসঙ্গত নন্দীগ্রামে মনোনয়নপত্র পেশ করার দিনই পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দোপাধ্যায়। দুর্ঘটনার অভিযোগে বিজেপিকেই নিশানা করে তৃণমূল। বিষয়টি নিয়ে খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এপর্যন্ত একটি ‘কমিটি’ গঠন করা হয়েছে। তারা মনে করছেন, মনোনয়নপত্র পেশের দিন মমতার নিরাপত্তায় বড়সড় ত্রুটি ছিল। সেই কারণেই ঘটনার পরের দিনই মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা বিবেক সহায়-কে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কমিশন। এনিয়ে ১৭ মার্চের মধ্যে মুখ্যসচিবকে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছিল। কীভাবে এই আঘাত লাগল, সেই সময় কারা কারা সেখানে উপস্থিত ছিলেন, সেই তথ্য পেতে চাইছে কমিশন। ওই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক থেকে শুরু করে গাড়ির চালকের কী ভূমিকা ছিল,তার উল্লেখ থাকতে হবে রিপোর্টে। তাই সেদিন ঠিক কী ঘটেছিল, কার কী ভূমিকা ছিল, তা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ কোনও রিপোর্ট দেওয়া যাবে না বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
