করোনার কারণে মাঠে বসে অলিম্পিক্স দেখা হচ্ছে না বিদেশি সমর্থকদের

মাঠে বসে টোকিও অলিম্পিক্স ( tokyo olympic 2021) দেখা হচ্ছে না বিদেশি সমর্থকদের। শনিবার এমনটাই জানিয়ে দিল টোকিও অলিম্পিক্স এর কর্তৃপক্ষ। করোনার( corona) কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা। ফলে টোকিও অলিম্পিক্স থেকে বাদ পড়লেন বিদেশি সমর্থকরা।

করোনার কারণে গতবছর পিছিয়ে যায় টোকিও অলিম্পিক্স। চলতি বছর ২৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা এই টুর্নামেন্ট। তবে করোনা ভাইরাসের প্রকোপ এখনও পুরোপুরি চলে যায়নি। যার কারণে বিদেশি সমর্থকদের মাঠে বসে অলিম্পিক্স দেখা থেকে দূরে রাখতে বাধ্য হচ্ছেন অলিম্পিক্স কর্তৃপক্ষ। এদিন তাঁদের পক্ষ থেকে বলা হয়, “বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিদেশিদের জাপানে প্রবেশ করতে দেওয়া বেশ কঠিন। তাই বিদেশি দর্শকদের ছাড়াই আয়োজন করা হবে অলিম্পিক্স এবং প্যারাঅলিম্পিক্স।”

তবে এমন সিদ্ধান্ত নেওয়া যে বেশ কঠিন ছিল তা মেনে নিচ্ছেন অলিম্পিক্স প্রধান। তবে অলিম্পিক্স শুরু হতে এখনও বেশ কিছু মাস দেরি রয়েছে। পরিস্থিতি দেখে সেই সময় সিদ্ধান্ত পাল্টানোর রাস্তাও খোলা রাখছেন অলিম্পিক্স কর্তৃপক্ষ।

আরও পড়ুন:এখনই করোনার টিকা দেওয়া হচ্ছে না বিরাট কোহলি, রোহিত শর্মাদের, জানাল বিসিসিআই

Advt

Previous article২৭ মার্চ প্রথম দফার ভোট, ২২ থেকে শুরু পুলিশ কর্মীদের প্রশিক্ষণ
Next articleবিরল সম্মান, ‘স্পাইসজেট’-এর বিমানে আঁকা হল সোনু সুদের মুখ