নরেন্দ্র মোদি স্টেডিয়ামে(Narendra modi stadium ) টি-২০ সিরিজ জয় ভারতের( india)। শনিবার তারা ৩৬ রানে জিতল ইংল্যান্ডের (england) বিরুদ্ধে। সিরিজের ফলাফল ৩-২। ভারতের দুরন্ত ব্যাটিং বিরাট কোহলি এবং রোহিত শর্মার।

এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। প্রথমে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ২২৪ রান করে টিম ইন্ডিয়া। এদিন রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করতে নামেন বিরাট কোহলি। দুই ব্যাটসম্যানের ব্যাটে ভর করে ভিত গড়ে যায় ভারতের। রোহিত করেন ৬৪ রান। ৮০ রান করে অপরাজিত বিরাট। ৩২ রান করেন সূর্যকুমার যাদব। ৩৯ রান করেন অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন আদিল রশিদ এবং বেন স্টোকস।

জবাবে ব্যাট করতে নেমে ১৮৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ইংরেজদের হয়ে লড়াই চালান মালান এবং জস বাটর্লার। ৫২ রান করেন বাটর্লার। ৬৮ রান করেন মালান। শূন্য রানে আউট হন জেসন রয়। ইংল্যান্ড অধিনায়ক করেন ১ রান। ভারতের হয়ে দুরন্ত বোলিং শার্দুল ঠাকুরের। তিন উইকেট নেন তিনি। দুটি উইকেট নেন ভুবনেশ্বর কুমার। একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া এবং টি নটরাজ।

আরও পড়ুন:গোকুলামের বিরুদ্ধে জয় চাইছেন শঙ্করলাল
