উত্তরপাড়া (Uttorpara) বিধানসভা কেন্দ্রের নবগ্রাম এলাকায় ‘খেলা হবে’ স্লোগানের তুলে ফুটবল খেলে প্রচার সারলেন তৃণমূলের (Tmc) তারকা প্রার্থী কাঞ্চন মল্লিক (Kanchan Mallik)। যেদিন চুঁচুড়ায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সভায় যোগদান করেছিলেন সেদিন অভিনেতা কাঞ্চন মল্লিকের গলায় শোনা গিয়েছিল ‘খেলা হবে’ স্লোগান। আর শুক্রবার নবগ্রামে ভোটের প্রচারে গিয়ে কর্মী-সমকর্থকদের সঙ্গে মাঠে নেমে ফুটবল (Football) খেললেন কাঞ্চন।
তৃণমূল প্রার্থীকে দেখতে, ছবি তুলতে প্রচুর জনসমাগম হয়। কাঞ্চন মল্লিক হাসি মুখে সকলের সঙ্গে সেলফি (Selfy) তোলার আবদার মেটান। আর উত্তরপাড়া কেন্দ্রে তাঁকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার ডাক দেন। এদিনের মিছিলে নেতৃত্ব দেন নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদার ও মহিলা তৃণমূলের সভানেত্রী মৌমিতা গুহরায়।