অল ইংল্যান্ড ওপেনের( All england open) সেমিফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু( P V Sindhu)। কোয়ার্টার ফাইনালে তিনি হারালেন ইয়ামাগুচিকে । ম্যাচের ফলাফল ১৬-২১, ২১-১৬, ২১-১৯ ।

৩ সেটের লড়াইয়ে প্রথম সেটে হেরে গেলেও, পরের দুই সেটে জয়ের মুখ দেখেন সিন্ধু। সেমিফাইনালে সিন্ধু খেলবেন থাইল্যান্ডের পর্নপাই চচুওয়াংয়ের বিরুদ্ধে। বিশ্ব ক্রমতালিকায় তাঁর স্থান ১১ নম্বরে।

এদিকে ছেলেদের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন ভারতের লক্ষ্য সেন। সব বিভাগ মিলিয়ে ভারতের এক মাত্র সিন্ধুই টিকে রয়েছেন এই প্রতিযোগিতায়।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

