‘টুম্পা সোনা’ থেকে শুরু এবার জনপ্রিয় বিজ্ঞাপনী ক্যাচলাইনকে প্রচারে ব্যবহার বামেদের

২৭ মার্চ রাজ্যে প্রথম দফার ভোট। সব পক্ষর মতোই দেদার প্রচার চালাচ্ছে বামেরাও। বামফ্রন্ট এখন ভীষণভাবে সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। তবে একুশের ভোটে প্রচার নজর কেড়েছে সিপিএম। ২৮ ফেব্রুয়ারি ‘টুম্পা ব্রিগেড চল’এর হাত ধরে ব্রিগেড যাওয়া থেকে শুরু করে ‘টুম্পা তোকে নিয়ে ভোট দেব’ গানে বামেদের ব্যাপক প্রচার চলছে। পাশাপাশি ভোটের ময়দানে বামেদের নতুন হাতিয়ার ‘হল্লা গাড়ি’। টুম্পা সোনার মতো ৬ টি প্যারোডি গান নিয়ে বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছে বামেরা। এবার জনপ্রিয় বিজ্ঞাপনী ক্যাচলাইনকে প্রচারে ব্যবহার করছে সংযুক্ত মোর্চা শিবির।

ইসকো লাগা ডালা তো লাইফ জিঙ্গালালা

Wherever You Go, Our Network Follows

হাম মে হ্যায় হিরো

সিধি বাত নো বাকওয়াস

 

দাগ আচ্ছা হ্যায়

 

ভাইয়া ইয়ে দিওয়ার টুটতা কিউ নেহি হ্যায়

দিমাগ কি বাত্তি জ্বালাও

ক্যায়া আপকে টুথপেস্ট মে নমক হ্যায়?

টেড়া হ্যায় পর মেরা হ্যায়

Previous articleঅল ইংল‍্যান্ড ওপেনের সেমিফাইনালে সিন্ধু
Next article‘এখানে ও দাঁড়ালে ভবঘুরেরাও ভোট দিতেন না’, রত্নার পাশে দাঁড়িয়ে বললেন শোভনের দাদা