Thursday, August 28, 2025

দল ক্ষমতায় এলে ‘পদ’ পাবেন শুভেন্দু! শোভন-বৈশাখীর ইস্তফা নিয়ে কী বললেন দিলীপ

Date:

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। এবার নাকি সেই ‘অভিমান’ করেই গেরুয়া শিবির ছাড়লেন শোভন-বৈশাখী। আসন্ন বিধানসভা নির্বাচনে শোভনকে বেহালা পূর্বের প্রার্থী করা হবে বলেও তৃতীয় ও চতুর্থ তালিকার মধ্যে তাঁর নাম ছিল না। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপির প্রার্থী তালিকায় নাম না থাকায় দল ছেড়েছেন শোভন-বৈশাখী। প্রথমে জানা যাচ্ছিল, তাঁদের দেওয়া পদত্যাগ পত্র গ্রহণ হয়নি বিজেপির তরফে। শুক্রবার সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছন, তাঁদের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। একইসঙ্গে এদিন দিলীপ বললেন বাংলায় বিজেপি ক্ষমতায় এলে শুভেন্দু অধিকারীর ‘পদ’ পাওয়ার প্রসঙ্গেও।

এদিন সাংবাদিক বৈঠকে দিলীপ (Dilip Ghosh) বলেন, “মেদিনীপুরে পরিবর্তন আনবে। তবে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কী পদ পাবেন, সেটা দল জিতলে তখন সিদ্ধান্ত নেওয়া হবে।” উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে বাংলার ভূমিপুত্র-ই। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে একথা ঘোষণা করেন। তারপরই, বিজেপি ক্ষমতায় এলে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নামই উঠে এসেছে। যদিও এই নিয়ে বিজেপির (BJP) তরফে কখনও কোনও নামে শিলমোহর দেওয়া হয়নি।

আরও পড়ুন-‘৫ বছর সুযোগ দিন, ৭০ বছরের ভুল শুধরে সোনার বাংলা গড়ব’, খড়্গপুরে বললেন মোদি

তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থীতালিকা ঘোষণার পরই বিজেপি থেকে ইস্তফা দেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বেহালা পূর্বে পায়েল সরকারকে বিজেপি প্রার্থী করে দল। এরপরই বৈশাখী ‘প্রচন্ড অপমানিত’ লিখে ফেসবুকে ক্ষোভ উগরে দেন। শোভনকে উদ্দেশ করে বৈশাখী লেখেন, “তুমি সবসময় আমার আইকন হয়ে থাকবে। আজকের অপমান আমাদের উদ্দীপনাকে ধ্বংস করতে পারবে না। আমরা লড়াই করব এবং জিতব।” এরপর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন দু’জনেই। তা শুক্রবার গৃহীত হয়েছে বলে শুক্রবার জানান দিলীপ ঘোষ।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version