খায়রুল আলম, ঢাকা

গাজীপুরে এক মসজিদের ইমামের সাথে প্রবাসীর গৃহবধূ পালিয়েছে বলে খবর। পালিয়ে যাওয়ার আগে স্বামীকে ডিভোর্স দিয়ে যায় সাহিদা বেগম। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, মাসখানেক আগে ময়মনসিংহ থেকে আগত মোল্লা মোহাম্মদ আলীকে স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে যুক্ত করা হয়। কিছুদিন যাওয়ার পরই সাহিদা বেগম এর সাথে তার পরিচয় হয়, পরিচয়ের মধ্য থেকে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে দুজন।

বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় মসজিদ থেকে ইমাম মোহাম্মদ আলী চাকরি ছেড়ে উপজেলার বোয়ালী ইউনিয়নের একটি মসজিদে চলে যায়। এ বিষয়ে ডিভোর্স হওয়া প্রবাসী স্বামী সবুরের ভাই সুজনের সাথে কথা বললে তিনি জানান, পালিয়ে যাওয়ার আগে দুটি সন্তান রেখে গেছে ওই মহিলা। এছাড়াও আমার ভাইয়ের বিদেশ থেকে পাঠানো মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ডিভোর্স দিয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছে পরিবার।
