দেওয়াল লিখন ঘিরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, আহত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

দেওয়াল লিখনকে ঘিরে উত্তপ্ত হুগললির কোন্নগর। দেওয়াল লিখনকে ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তন্ময় দেব। আহত কাউন্সিলরকে ভর্তি করা হয়েছে উত্তরপাড়া হাসপাতালে।

রবিবার দেওয়াল লিখনকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে হুগলির কোন্নগর। বিজেপির অভিযোগ, তাদের অনুমতি নেওয়া দেওয়ালে লিখতে বাধা দেয় তৃণমূল। এই ঘটনায় ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। হাতাহাতি শুরু হয়ে যায় দুই দলের মধ্যে। ঘটনায় আহত হয়ে পড়েন  তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তন্ময় দেব। আহত কাউন্সিলরকে ভর্তি করা হয় উত্তরপাড়া হাসপাতালে। আহত তৃণমূল কাউন্সিলরকে দেখতে হাসপাতালে যান তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক। যদিও বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এলাকার তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক জানান, এলাকায় শান্তি নষ্ট করার চেষ্টা করছে বিজেপি। তৃণমূলের অনুমতি নেওয়া দেওয়াল জোর করে বিজেপি দখল করে আর সেখানে বাধা দিলে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে মারধর করে বিজেপি কর্মীরা’। যদিও এই ঘটনায় উত্তাপ ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন- ‘তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছি’! বললেন বিজেপি প্রার্থী

Advt

Previous articleপ্রবাসীর বউ নিয়ে মসজিদের ইমাম উধাও!
Next articleশ্যামনগরে বইমেলা শুরু, জমজমাট উদ্বোধন