Friday, August 22, 2025

জেলে থাকার কথা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে ঘুরছে: মোদি-শাহকে তোপ সূর্যকান্তর

Date:

Share post:

দাঙ্গা লাগানোর জন্য যাদের জেলে থাকার কথা, তাঁরাই আজ দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করে বললেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। শুধু বিজেপি নয়, সিপিএম নেতার আক্রমণের নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বামেদের নির্বাচনী সমাবেশে সূর্যকান্ত বলেন, পাড়ায় যেমন গুন্ডা থাকে, তেমনি বাংলার গুন্ডা হচ্ছে তৃণমূল সরকার। আর একজন বিজেপির নেতা, যিনি সারা ভারত জুড়ে মস্তানি করছেন। সূর্যবাবু বলেন, দেশের বড় ডাকাত আর বাংলায় যাঁরা গুন্ডামি করছে তাঁরা এক নয়, তবে একই পরিবারের। আর সেটা হল সঙ্ঘ পরিবার। যার হেড কোয়ার্টার নাগপুরে।

একদিকে নরেন্দ্র মোদি (PM Modi), আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra) কার্যত একই পঙক্তিতে বসিয়ে মোদি ও মমতাকে আক্রমণ শানান। তিনি বলেন, গান্ধী হত্যাকারী নাথুরাম গডসে-র বংশধরদের আমাদের মুখ্যমন্ত্রী একসময় দেশপ্রেমিক বলে সার্টিফিকেট দিয়েছিলেন। আর অন্যদিকে মুখ্যমন্ত্রীকে ওরা মা দুর্গা বলেছিল। এখন নাড্ডা এসে যদি গাড্ডায় পড়েন, তাহলে বুঝবেন মা দুর্গার জন্য গাড্ডায় পড়েছেন। সূর্যকান্ত মিশ্রের প্রশ্ন, মুখ্যমন্ত্রী এখন এত লাফাচ্ছেন কেন? এদের তো একদিন আপনিই ডেকে এনেছিলেন কমিউনিস্টদের হাত থেকে বাংলার উদ্ধার করার জন্য।

বাংলায় বিকাশ ডাউন হয়ে গিয়েছে বলে তোপ দেগেছিলেন মোদি। এই বিষয়ে সূর্যকান্ত মিশ্রের জবাব, স্বাধীনতার পর যা যা তৈরি করা হয়েছিল, তার প্রত্যেকটা ধ্বংস করেছেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা, ব্যাঙ্ক, বিমার মতো রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বিক্রি করেছেন। ও একটা লোক! ওর তো জেলে থাকার কথা। অথচ প্রধানমন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছে, হোম মিনিস্টার ঘুরে বেড়াচ্ছে। সবাই জানে, গুজরাত দাঙ্গার জন্য কারা দায়ী।

spot_img

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...