অপছন্দের প্রার্থী, বিজেপি পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিল স্থানীয় নেতৃত্ব

অপছন্দের প্রার্থী। ক্ষোভ বাড়ছে বিজেপির অন্দরে। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটল সোমবার। বীরভূমের মুরারই বিধানসভা এলাকায় প্রার্থী নিয়ে ক্ষোভ। এদিন পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে ক্ষোভ দেখান বিজেপির স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা।

বীরভূম জেলার মুরারই বিধানসভা কেন্দ্রে বিজেপি দেবাশিস রায়কে প্রার্থী করেছে। নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রার্থী নিয়ে স্থানীয় নেতৃত্ব অসন্তোষের কথা জেলা ও রাজ্য নেতৃত্বকে জানিয়েছে। কিন্তু এখনও কোনও উত্তর না মেলায় এদিন রাস্তায় নেমে প্রতিবাদ জানান বিজেপির স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা।

আরও পড়ুন-৭৪ শতাংশ বিদেশি বিনিয়োগ, লোকসভায় পাশ হল বীমা সংশোধনী বিল

এদিন তাঁরা মুরারই শহরে বিজেপির পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন। তাঁদের দাবি, প্রার্থী বদল না হলে তাঁরা পার্টি অফিস খুলতে দেবেন না। স্থানীয় নেতৃত্বের দাবি, দলেরই কেউ তাঁকে চেনে না। এই প্রার্থী নিয়ে ভোটে লড়াই সম্ভব নয়। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, প্রার্থী বদল না হলে আরও বড় আন্দোলনে যাবেন তাঁরা।

Advt

Previous article৭৪ শতাংশ বিদেশি বিনিয়োগ, লোকসভায় পাশ হল বীমা সংশোধনী বিল
Next articleবিজেপির নির্বাচনী ইস্তেহার “ভাঁওতা’: তীব্র কটাক্ষ মমতার