রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলার সব মানুষের জন্য স্বাস্থ্যসাথী (Health Card) কার্ড করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’-এর সুবিধা সবাই পায় না। জনসভার পর রোড শো থেকেও বিজেপির ইস্তেহার ‘ভাঁওতাবাজি’ বলে অভিযোগ করেন অভিষেক। তিনি প্রশ্ন তোলেন, কেন এতদিন কেন্দ্রে ক্ষমতায় থেকেও কোনও প্রতিশ্রুতি পালন করেনি বিজেপি (Bjp)? বিজেপির ইস্তেহার (Manifesto) ‘জুমলা’ বলে অভিযোগ করেন অভিষেক।