তৃণমূলের ইস্তাহার, অনেক প্রতিশ্রুতির মধ্যে ১০ টি

১. ২০১১ সালে বাংলার প্রতি ১০০ জনের মধ্যে ২০ জন ছিলেন গরিব। তৃণমূল ৩৫ লক্ষ মানুষকে দারিদ্র্য থেকে উদ্ধার করবে। এর ফলে সংখ্যাটা কমে ১০০ জনের মধ্যে ৫ জন বা তারও কম হবে।

২. বেকারত্বের হার অর্ধেক করার জন্য আমরা বছরে ৫ লক্ষ নতুন কর্মসংস্থান করব। প্রতি বছর ১০ লক্ষ নতুন অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প তৈরি হবে। এর ফলে কর্মসংস্থানের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও জোরদার হবে।

৩. বাংলার ১.৬ কোটি পরিবারের কর্ত্রীকে মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে। জেনারেল ক্যাটাগরিদের ₹৫০০ (বার্ষিক ₹৬,০০০) ও তফসিলি জাতি ও উপজাতি পরিবারকে ₹১,০০০ (বার্ষিক ₹১২,০০০)।

৪. আর রেশন দোকানে যাওয়ার দরকার হবে না। ১.৫ কোটি পরিবারকে বিনামূল্যে বাড়িতে মাসিক রেশন পৌঁছে দেওয়া হবে।

৫. কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে ৬৮ লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বছরে একর পিছু ₹১০,০০০ সহায়তা দেওয়া হবে।

৬. বাংলা আবাস যোজনার আওতায় আরও ২৫ লক্ষ স্বল্প মূল্যের বাড়ি নির্মাণ করা হবে। কাঁচা বাড়ির সংখ্যা ১% বা তারও কম করা হবে।

আরও পড়ুন-‘থাবড়ে লাল করে দেব’, পুলিশকে হুমকি মোর্চার আব্বাসের

৭. প্রতিটি বাড়িতে সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা সুলভ মূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে। গ্রামীণ এলাকার প্রত্যেকটি বাড়ির জন্য নলযুক্ত পানীয় জল, মজবুত রাস্তা এবং উন্নত জল নিকাশির ব্যবস্থা করা হবে।

৮. সকল পড়ুয়াদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে, এর মাধ্যমে তারা অল্প সুদে ₹১০ লক্ষ পর্যন্ত লোন নিতে পারবে। প্রত্যেক ব্লকে অন্তত ১টি করে মডেল আবাসিক স্কুল তৈরি করা হবে।

৯. ২৩টি জেলা সদরে মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হবে।

১০. ৫০টি শহরের ২,৫০০ ‘মা’ ক্যান্টিনে ₹৫ করে ৭৫ কোটি ভর্তুকিযুক্ত খাবার সরবরাহ করা হবে।