সব রাজ্যবাসীকে ৫ লক্ষ টাকা করে দিন শাহ, তৃণমূল ভোটে লড়বে না: অভিষেক

জঙ্গলমহল-সহ সংলগ্ন এলাকার প্রথম ও দ্বিতীয় পর্যায়ে বিধানসভা ভোটের কেন্দ্রগুলিতে লাগাতার প্রচার করছেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। মঙ্গলবার, দুই মেদিনীপুরে তাঁর দুটো জনসভা ও একটি রোড শো। সেখানেই দলীয় প্রার্থীর সমর্থনে ভাষণ দিতে গিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলার সব মানুষকে যদি শাহ ৫ লক্ষ টাকা করে দেন, তাহলে ভোটে লড়বে তৃণমূল।

অমিত শাহকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ বলেন, “আজ অমিত শাহ গোসাবায় বলেন সুন্দরবনকে জেলা করে ২ লক্ষ কোটি টাকা দেব। সুন্দরবন জেলা হলে বাংলায় ২৪টি জেলা হবে। মানে মোট ৫০ লক্ষ কোটি টাকা দেবে। অর্থাৎ প্রত্যেক রাজ্যবাসীকে ৫ লক্ষ টাকা করে দেবেন।” এরপরেই চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “আপনি বাংলার মানুষকে ৫ লক্ষ টাকা করে দিন। তৃণমূল কংগ্রেস নির্বাচনে লড়াই করবে না।”

এদিন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোসাবায় সভা করেন। সেই সভাতেই তৃণমূলের খেলা হবে স্লোগান বাজে বলে দাবি করেন অভিষেক।

কেশপুরের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করে তৃণমূল যুব সভাপতি বলেন, “কেশপুর সিপিএমের শেষপুর হয়েছিল। বিজেপিরও শেষপুর হবে।”

Advt

 

 

Previous articleঋণ পরিশোধ করতেই হবে, স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট
Next articleসংক্রমণের দাপট রুখতে ৪৫ বছরের ঊর্ধ্বে সকলকেই ভ্যাকসিন