আসন্ন বিধানসভা ভোটকে (Assembly Election) কেন্দ্র করে পাহাড়ে নির্বাচনী উত্তাপ বাড়ছে। রাজ্যের শাসক দল তৃণমূল (TMC) নিজেদের সহযোগী গোর্খা জনমুক্তি মোর্চার (GJM) জন্য পাহাড়ের তিন বিধানসভা আসন দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং ছেড়ে রেখেছিল। এদিন সকাল সকাল পাহাড়ের তিন আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। গোর্খা জনমুক্তি মোর্চা প্রার্থী দিয়েছে।

একুশের নির্বাচনী লড়াইয়ে বিমল গুরুং (Bimal Gurung) স্থানীয় স্তরে জনপ্রিয় নেতাদের সামনে রেখেই ঘুরে দাঁড়াতে চাইছেন। তাই তেমন প্রার্থীদেরই বেছে নিয়েছেন তিনি। দেখে নিন পাহাড়ে গুরুংপন্থী তিন প্রার্থী কারা –

দার্জিলিং – পিটি ওলা। ইনি বিমল গুরুংয়ের আমলে GTA সদস্য ছিলেন। বরাবর গুরুংয়ের সমর্থক।

কার্শিয়াং – নরবু লামা। গুরুংপন্থী নেতা, স্থানীয় স্তরে অত্যন্ত জনপ্রিয়। তাঁকেই এবার নির্বাচনী লড়াইয়ে নামালেন বিমল গুরুং।

কালিম্পং- রাম ভুজেল। মোর্চার দীর্ঘদিনের সদস্য, গুরুংয়ের আস্থাভাজন।
এর আগে গত রবিবার বিনয় তামাংপন্থীরাও (Binoy Tamang) তিন আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছিল। তাতে একুশের বিধানসভায় লড়াইয়ের ময়দানে নামানো হয়েছিল জনপ্রিয় নেতা শিরিং দাহাল, রুদেন লেপচাদের।

আরও পড়ুন- ‘গুন্ডা লাগিয়ে বিক্ষোভ করে লাভ হবে না’, তৃণমূলকে তোপ দিলীপের

তবে মোর্চার দুই শিবিরেরই দাবি, তাঁরাই তৃণমূলের সমর্থন পাবেন। এবং তাঁদের মূল প্রতিপক্ষ বিজেপি। অর্থাৎ, এখানে তৃণমূলের সেই অর্থে লোকসান নেই। পাহাড়ের তিন কেন্দ্রে গোর্খা জনমুক্তি মোর্চার দুই শিবিরের যেই প্রার্থী জিতুন না কেন, তিনি তৃণমলকে সমর্থন দেবেন।
