সারদাকাণ্ডে রজত মজুমদারকে ফের তলব, কয়লাকাণ্ডে জেরা করা হবে মীনাকে

মঙ্গলবার সারদা কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন আইপিএস রজত মজুমদারকে ফের জেরা কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের। তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। পাশাপাশি কয়লা কাণ্ডে লক্ষীনারায়ন মিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

আরও পড়ুন-আমেরিকার কলোরাডোয় বন্দুকবাজের হানা, দশজনের মৃত্যুর আশঙ্কা 

এর আগে সারদাকাণ্ডে ২০১৪ সালে ৯ সেপ্টেম্বর গ্রেফতার হন প্রাক্তন পুলিশকর্তা রজত মজুমদার। কয়লাপাচার কাণ্ডে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার লক্ষীনারায়ণ মিনাকে তলব করা হয়েছে। তাঁকে ডাকা হয়েছে সিবিআই দফতরে অর্থাৎ নিজাম প্যালেসে। এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রজত মজুমদারকে। CBI সূত্রে জানা গিয়েছে, আসানসোলের পুলিশ কমিশনার থাকাকালীন কয়লা পাচারের অভিযোগে কী পদক্ষেপ করেছিলেন মিনা, তা জানতে চায় সিবিআই।

Advt

Previous articleমধ্যপ্রদেশের গোয়ালিয়রে মর্মান্তিক পথদুর্ঘটনা, মৃত ১৩
Next articleআইএসএসএফ শুটিংয়ে জয়জয়কার ভারতের